Khargram

Manipur mishaps: মণিপুরে উদ্ধার খড়গ্রামের সেনা জওয়ান প্রীতমের দেহ

গত এপ্রিলেই ছুটি নিয়ে গ্রামে ফিরেছিলেন প্রীতম। ছুটি কাটিয়ে ফেরার পর তাঁর পোস্টিং হয় মণিপুরে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
খড়গ্রাম শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ২৩:২২
শোকাহত জওয়ানের পরিবারের সদস্যরা।

শোকাহত জওয়ানের পরিবারের সদস্যরা। — নিজস্ব চিত্র।

বুধবার মণিপুরের ননে জেলায় ধস নামার পর থেকেই নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের বালিয়া গ্রামের বাসিন্দা টেরিটরিয়াল আর্মির জওয়ান প্রীতম কুমার দত্ত। রবিবার উদ্ধার হল তাঁর দেহ। বছর তেইশের ছেলে প্রীতমের মৃত্যু সংবাদ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা, মা।

গত এপ্রিলেই ছুটি নিয়ে গ্রামে ফিরেছিলেন প্রীতম। ছুটি কাটিয়ে ফেরার পর তাঁর পোস্টিং হয় মণিপুরে। তার পর থেকে সেখানেই কর্মরত ছিলেন প্রীতম। তাঁর বাবা জানান, ১৯ বছর বয়সেই টেরিটোরিয়াল আর্মিতে চাকরি পেয়েছিলেন তাঁদের মেধাবী ছেলে। গ্রামের সকলে পছন্দও করতেন প্রীতমকে।

Advertisement

প্রীতমের মা বলেন, ‘‘যে দিন ধস নামে, সে দিন রাত ৮টা পর্যন্ত কথা হয় ছেলের সঙ্গে।’’ গ্রামের বন্ধুরাও জানান, ওই দিন রাত সাড়ে ৯টা পর্ষন্ত তাঁদের সঙ্গেও কথা বলেছিলেন প্রীতম। তার পর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। রবিবার দুপুরে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ধসের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে প্রীতমের দেহ।

আরও পড়ুন
Advertisement