Accidental Death

Accidental Death: যাত্রা দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, কান্দিতে মৃত্যু চার বন্ধুর

সারারাত যাত্রা দেখে ভোরে বাড়ি ফিরছিলেন। কিন্তু বেলা গড়িয়ে যাওয়ার পরও চার বন্ধুর খোঁজ পায়নি পরিবার। হঠাৎ থানা থেকে ফোন এল...

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৫:৪১
চার বন্ধুর মৃত্যু রাস্তাতেই।

চার বন্ধুর মৃত্যু রাস্তাতেই। প্রতীকী ছবি।

পাশের গ্রামে যাত্রা দেখতে বেরিয়েছিলেন চার যুবক। সারা রাত যাত্রা দেখে ভোরে বাড়ি ফিরছিলেন। কিন্তু বেলা গড়িয়ে যাওয়ার পরও চার বন্ধুর খোঁজ পায়নি পরিবারগুলি। অবশেষে থানা থেকে ফোন আসে। জানানো হয়, চার জনেরই মৃত্যু হয়েছে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত মড্ডা গ্রামে।

জানা গিয়েছে, গত রাত্রে ওই চার যুবক যাত্রা দেখতে পাশের গ্রামে গিয়েছিল। সারারাত বাড়ির বাইরে থাকার পর সোমবার সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার যুবকের। জানা গিয়েছে, সোমবার সকালে ওই চার যুবক একটি মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকার একটি কালভার্টে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলগ্রামের বাসিন্দা দীপ বাগদি ও কল্যাণ বয়েনের। মারা যায়, বেলগ্রামে মামারবাড়ি বেড়াতে আসা কীর্ণাহারের বাসিন্দা রিনিত মাঝি ও তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদির।

Advertisement

ঘটনার পর বড়ঞা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। চার যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন
Advertisement