Bombing

Forensic Team: জগন্নাথের গাড়িতে বোমা-কাণ্ডের তদন্তে ফরেন্সিক দল, সংগ্রহ করা হল নমুনা

হরিণঘাটা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিন্দী-শিমুলতলায় দুষ্কৃতীরা তাঁর গাড়িতে বোমা ছোড়ে বলে অভিযোগ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৮:৫১
নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। নিজস্ব চিত্র

বিজেপি সাংসদের গাড়িতে বোমা ছোড়ার অভিযোগের তদন্তে নামল ফরেন্সিক দল। সোমবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পরীক্ষার জন্য ওই নমুনা পাঠানো হবে ল্যাবরেটরিতে।
গত শনিবার রাতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। হরিণঘাটা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিন্দী-শিমুলতলায় দুষ্কৃতীরা তাঁর গাড়িতে বোমা ছোড়ে বলে অভিযোগ। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যায় ফরেন্সিক বিশেষজ্ঞদের দুই সদস্যের একটি দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।

নমুনা সংগ্রহের পাশাপাশি চিহ্নিত ওই জায়গাটি মাপজোক করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও। কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরির অতিরিক্ত অধিকর্তা দেবাশিস সাহা বলেন, ‘‘আমরা নমুনা সংগ্রহ করেছি। এটা ল্যাবরেটরিতে পরীক্ষা হবে। যত ক্ষণ না সেই পরীক্ষা হচ্ছে, তত ক্ষণ কিছু জানা যাবে না।’’

Advertisement
আরও পড়ুন
Advertisement