চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যু, মুর্শিদাবাদে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে তুলে বিক্ষোভ হাসপাতাল। আসবাব ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ২৩:১১

—নিজস্ব চিত্র।

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে তুলে বিক্ষোভ হাসপাতাল। আসবাব ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম মেছো বিবি (৫০)। তিনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর গ্রামের জালিবাগান এলাকার বাসিন্দা। শুক্রবার রাত ৮টা নাগাদ পেটে ব্যথা হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসায় তাঁর পেটের ব্যথা নিয়ন্ত্রণে আসে। শনিবার দুপুর নাগাদ ফের পেটের ব্যথা শুরু হলে হাসপাতালের কর্তব্যরত নার্স তাঁকে একটি ইনজেকশন দেন। রোগী পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে যান মেছো বিবি। বারবার চিকিৎসককে ডাকা সত্ত্বেও একবারের জন্য কেউ রোগীকে দেখতে আসেননি।

মেছো বিবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে তার আত্মীয়েরা ভিড় জমাতে শুরু করেন জঙ্গিপুর হাসপাতালে। হাসপাতলে কর্তব্যরত চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বেশ কিছু আসবাব ভাঙচুরের অভিযোগ ওঠে মৃতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের আত্মীয় মোহর আলি মণ্ডল চিকিৎসা গাফিলতির অভিযোগ আনলেও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘‘আমাদের পরিবারের কেউ ভাঙচুরের সঙ্গে জড়িত নন। রোগী মৃত্যুর দায় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যে গল্প তৈরি করছে।’’

আরও পড়ুন
Advertisement