প্রতীকী ছবি।
রাজ্যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে একাধিক সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। তবে নির্বাচন পর্ব মিটতে না মিটতেই ফের একই অভিযোগের তিরে বিদ্ধ এ বার ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির এক সদস্য রুমা বিবি। সূত্রের খবর, চাপে পড়ে কয়েকজনের টাকাও ফিরিয়েছেন তিনি।
তবে, রুমার সাফাই, ‘‘স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কিছু সদস্য চক্রান্ত করে এসব করছে। আমি কারও কাছে কোনও টাকা পায়সা নিইনি। আর কোনও টাকা ফেরতও দিইনি।’’
স্থানীয় সূত্রে খবর, ভগবানগোলা থানা এলাকার হনুমন্তনগরের বাসিন্দা রুমা বিবি ভগবানগোলা-১ পঞ্চায়েত সমিতির হনুমন্তনগরের তৃণমূল সদস্য। সম্প্রতি রুমার বিরুদ্ধে হনুমন্তনগর এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ তোলেন বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকা থেকে টাকা নিয়েছেন বলে। ভগবানগোলা-১ ব্লক অফিস সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির ওই সদস্যের বিরুদ্ধে ভগবানগোলা-১ ব্লক অফিসে কয়েকটি অভিযোগও জমা পড়েছে। সম্প্রতি রুমার বিরুদ্ধে ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন হনুমন্তনগরের চরবাবুপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টির আব্দুল হালিম। তিনি পেশায় দিন মজুর। তাঁর অভিযোগ, বার্ধক্য ভাতা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক বছর আগে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন রুমা। হালিম বলেন, ‘‘অভিযোগ জানানোর পর আমাকে তিন হাজার টাকা ফেরত দিয়েছে সামনে সপ্তাহে আবার দু'হাজার টাকা ফেরত দেবে বলে জানিয়েছে।’’ ভগবানগোলার-১ ব্লকের বিডিও বলেন, ‘‘রুমার বিরুদ্ধে যে অভিযোগ মিলেছে তা নিয়ে তদন্ত শুরু করেছি আমরা।’’