farakka

ফরাক্কায় নাবালিকাকে খুন এবং ধর্ষণকাণ্ডের ২৯ দিনের মাথায় সাক্ষ্যগ্রহণ শুরু হল জঙ্গিপুর আদালতে

ফরাক্কায় নাবালিকাকে খুন এবং ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমান লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২৩:১৭

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফরাক্কায় নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার ২৯ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে শুরু হল সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। সোমবার থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলবে বলে হাসপাতাল সূত্রে খবর। আদালত সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের জামিন আবারও খারিজ করেছেন বিচারক। অভিযুক্তদের পক্ষ থেকে দুই আইনজীবী সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন।

Advertisement

জঙ্গিপুর আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিচারক অমিতাভ মুখোপাধ্য়ায়ের এজলাসে আজ (সোমবার) থেকে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।’’ ওই আইনজীবীর দাবি, যে ভাবে দ্রুত সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, তা একটি নজির। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মোট চার জন নিজেদের সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার আরও দু’জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

ফরাক্কায় নাবালিকাকে খুন এবং ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে ওই খুনের ঘটনার তদন্ত শেষ করে মাত্র ২১ দিনের মাথায় দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ফরাক্কা থানার পুলিশ। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন
Advertisement