জাকিরকে মন্ত্রী করার দাবি অধীরের ফাইল চিত্র।
বিধানসভায় জয়ের পরেই জঙ্গিপুরে তৃণমূলের নির্বাচিত প্রার্থী জাকির হুসেনকে পূর্ণমন্ত্রী করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, মুর্শিদাবাদ থেকে বিপুল ব্যবধানে জিতেছেন জাকির। তাই তাঁর মমতা মন্ত্রীসভায় জায়গা পাওয়া উচিত।
সোমবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘‘জঙ্গিপুরে বিশাল জয় পেয়েছেন জাকির। ওখানে কংগ্রেস প্রার্থী দেয়নি। কংগ্রেস কর্মীরাও জাকিরকে ভোট দিয়েছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও জাকির জিতেছেন। ওঁর ভাল দিকটা দেখেই নিশ্চয় মানুষ এত ভোট দিয়েছেন। মুর্শিদাবাদের মানুষ হিসাবে জাকিরকে মন্ত্রীসভায় জায়গা দেওয়ার দাবি জানাচ্ছি।’’ তৃণমূলের বেশির ভাগ জয়ী প্রার্থী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় ব্যবধানে জাকির জিতেছেন, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন অধীর।
এর আগে শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন জাকির। গত বছর ১৭ ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনের কাছে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। এ বারেও জাকিরকেই জঙ্গিপুর থেকে প্রার্থী করেন মমতা। স্ট্রেচারে শুয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি। কিন্তু জঙ্গিপুরের আরএসপি প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে যায় ভোট। রবিবার ভোটের ফল বেরতেই তাঁকে পূর্ণমন্ত্রী করার দাবি জানালেন অধীর।