Minor Girl

ফরাক্কায় নাবালিকার দেহ উদ্ধারের পাঁচ দিনের মধ্যে হরিয়ানা থেকে গ্রেফতার অভিযুক্ত

গত শনিবার সকালে ফরাক্কা মহেশপুর এলাকায় গঙ্গা থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৩:২১
কমলা রঙের জ্যাকেট পরে রয়েছেন অভিযুক্ত।

কমলা রঙের জ্যাকেট পরে রয়েছেন অভিযুক্ত। নিজস্ব চিত্র।

নাবালিকা খুনের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পাঁচ দিনের মধ্যে হরিয়ানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতের নাম ফিটু শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার পূর্ব শিবতলা এলাকায়।

গত শনিবার সকালে ফরাক্কা মহেশপুর এলাকায় গঙ্গা থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। ওই নাবালিকার নাম তাহালিমা খাতুন। তার বয়স ৮ বছর। দেহ উদ্ধারের পর নাবালিকার পরিবারের লোকেরা অভিযোগ করেছিলেন, খুন করা হয়েছে তাহালিমাকে। অভিযোগের তির ছিল পূর্ব শিবতলা এলাকার ফিটু শেখের দিকে।

Advertisement

শনিবার রাতেই ফিটু কাজের জন্য হরিয়ানা চলে যায়। এতে তাঁর উপর সন্দেহ আরও গভীর হয়। এর পর ফরাক্কা থানার পুলিশ হরিয়ানায় গিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে। বৃহস্পতিবার অভিযুক্তকে তোলা হয়েছিল জঙ্গিপুর আদালতে। তবে কেন এই খুন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Advertisement