Abu Taher Khan

রাজনীতির ময়দানে ফের সক্রিয় আবু তাহের

প্রায় সাত মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৯ এপ্রিল তিনি স্নায়ু ও ফুসফুস সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ। অন্যের সাহায্য নিয়ে হাঁটাচলাও করছেন তিনি।

Advertisement
মফিদুল ইসলাম
নওদা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ০৮:০৭
Abu Taher Khan.

আবু তাহের খান। — ফাইল চিত্র।

দীর্ঘ অসুস্থতার পর ফের রাজনীতির ময়দানে মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান। গত কয়েক দিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভাবে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে তাকে। স্বভাবতই উজ্জীবিত তাহের ঘনিষ্ঠরা।

Advertisement

প্রায় সাত মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৯ এপ্রিল তিনি স্নায়ু ও ফুসফুস সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ। অন্যের সাহায্য নিয়ে হাঁটাচলাও করছেন তিনি। গত ৩ নভেম্বর বাড়ি ফিরেছেন তিনি। ৪ তারিখ সকাল থেকেই তাঁর বাড়িতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা। তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় তাঁকে। দিন কয়েক আগে ভগবানগোলায় কালীপুজো উপলক্ষে অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি দলের প্রতিটি কর্মসূচিতে সশরীরে হাজির থাকছেন সাংসদ। জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনী, দলের প্রাক্তন ও প্রয়াত জেলা সভাপতিদের স্মরণ অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। ২৩ নভেম্বর নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক সভা উপলক্ষে মঙ্গলবার বহরমপুরের প্রস্তুতি সভাতেও উপস্থিত ছিলেন তিনি। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভাতেও হাজির থাকবেন বলে জানিয়েছেন তাহের।

সম্প্রতি দিল্লির রাজঘাট ও যন্তরমন্তরে দলের কর্মসূচিতেও হুইল চেয়ারে বসে হাজির হয়েছিলেন তাহের। সেই সময় লোকসভার অধ্যক্ষকে দেখা করে জানিয়েছিলেন তিনি সুস্থ। শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি।

রাজনীতির কারবারিদের দাবি, তাহের অসুস্থ হতেই আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দলের টিকিট কে পাবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তাহের সুস্থ হয়ে রাজনীতির ময়দানে সক্রিয় হওয়ার ফলে তাঁর টিকিট পাওয়া নিয়ে আশাবাদী তাঁর ঘনিষ্ঠরা। তাহের বলেন, ‘‘মানুষের দোয়া, আশীর্বাদে সুস্থ হয়ে মানুষের কাছে আসতে পেরেছি এটাই বড়। সামনেই লোকসভা নির্বাচন। দলের সংগঠনের স্বার্থে সব জায়গায় কর্মীদের কাছে যাওয়ার চেষ্টা করছি। তবে টিকিট কে পাবেন তা ঠিক করবেন দলনেত্রী।’’

আরও পড়ুন
Advertisement