Murder Case

পাঁচ মাসের সন্তানকে খুন করে ‘প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন’ মা! অভিযোগ মুর্শিদাবাদে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম নূর সেলিম শেখ। তার গলায় কালশিটের দাগ দেখা গিয়েছে। ওই শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০১:১৮

— প্রতীকী চিত্র।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিয়ে করতে চাইছিলেন প্রেমিককে। কিন্তু পথের কাঁটা ছিল পাঁচ মাসের একরত্তি। নিজের সন্তানকে খুন করে দেহ লুকিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের এক গৃহবধুর বিরুদ্ধে। শিশুটির পরিবারের লোকজন ঘটনাটি রবিবার জানতে পারে। তারা দেহ উদ্ধার করে সালার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহাকুমা হাসপাতালে পাঠায়। মঙ্গলবার অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম নূর সেলিম শেখ। তার গলায় কালশিটের দাগ দেখা গিয়েছে। ওই শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের লোকজনের। শিশুটির পরিবারের মতো হাসিনার প্রতিবেশীরাও তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা হাসিনা বিবির সঙ্গে মুর্শিদাবাদের সালার থানায় এলাকার যুবক রোহিত শেখের সম্বন্ধ করে বছর পাঁচেক আগে বিয়ে হয়। পরিযায়ী শ্রমিক রোহিত, ভিন্‌রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেন। স্বামীর অনুপস্থিতিতে পাঁচ মাসের শিশু সন্তানকে নিয়ে বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন হাসিনা। সমাজমাধ্যমে শান্তিপুর থানা এলাকার এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় হাসিনার। স্বামীকে ছেড়ে প্রেমিক যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। সন্তান-সহ হাসিনাকে বিয়ে করতে অস্বীকার করেন তাঁর প্রেমিক। প্রেমিকের পরামর্শ মত পাঁচ মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে দেহ লুকিয়ে বাড়ি থেকে চম্পট দেওয়ার অভিযোগ ওঠে হাসিনার বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসার পর খবর পৌঁছয় হাসিনা শ্বশুরবাড়িতে। মুর্শিদাবাদের সালার থেকে শিশুটির পরিবারের লোকজন আসেন শান্তিপুরে। পাঁচ মাসের শিশুর দেহ নিয়ে মুর্শিদাবাদে ফিরে আসে পরিবার। গোটা বিষয়টি জানানো হয় সালার থানায়। সালার থানার পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কান্দি মহকুমা হাসপাতালে। মঙ্গলবার ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃত শিশুর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত শিশুর কাকা রহমান শেখ বলেন, “ভাইয়ের স্ত্রী সমাজমাধ্যমে এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। তাঁকে বিয়ে করবে বলে জানায়। কিন্তু বাচ্চা-সহ হাসিনাকে বিয়ে করতে চাননি তাঁর প্রেমিক। তাই বাচ্চাটাকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে গিয়েছে। আমরা পুলিশকে ঘটনাটি জানিয়েছি। ওর যেন ফাঁসি হয়।”

Advertisement
আরও পড়ুন