arrest

ঝাড়খণ্ড থেকে দু’লাখ টাকার জালনোট পাচার মুর্শিদাবাদে! আটকাল পুলিশ, গ্রেফতার বিহারের যুবক

ধৃত যুবকের নাম মুকেশ কুমার। তিনি বিহারের সিতামারি এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে পাঁচশোর জালনোটে মোট দু’লক্ষ টাকা মিলেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শমসেরগঞ্জ শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ২৩:৪৪
arrest.

—প্রতীকী ছবি

ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল প্রচুর জাল নোট। গ্রেফতারও হলেন এক জন। শমসেরগঞ্জ থানার ডাকবাংলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই অভিযান চালানো হয়েছিল। সেই মতো জাতীয় ও রাজ্য সড়কের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে নাকাচেকিং শুরু হয়। তাতেই ধরা পড়ে ওই গাড়িটি। ঝাড়খণ্ড থেকে ফরাক্কার দিকে গাড়িটি যাচ্ছিল।

Advertisement

ধৃত যুবকের নাম মুকেশ কুমার। তিনি বিহারের সিতামারি এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে পাঁচশোর জালনোটে মোট দু’লক্ষ টাকা মিলেছে। এই নোটগুলি শমসেরগঞ্জের পাচারকারীর কাছে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য ছিল ধৃতের। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘জাল নোট পাচার আটকাতে করতে সক্রিয় জেলা পুলিশ। এই পাচার চক্রকে নিয়ন্ত্রণ করা গিয়েছে খুব তাড়াতাড়ি। এ ধরনের ঘটনা শূন্যে নামিয়ে আনা হবে।’’

আরও পড়ুন
Advertisement