Accidental Deaths In Nadia

বাসের সঙ্গে ইঞ্জিনভ্যানের সংঘর্ষ, নদিয়ার ভীমপুরে দুর্ঘটনায় তিন জনের মৃত্যু! আশঙ্কাজনক এক

পুলিশ যাওয়ার আগে দুর্ঘটনাস্থলেই দু’জন মারা গিয়েছিলেন বলে খবর। বাকি দু’জনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এক জনের মৃত্যু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৭:৫১

—প্রতীকী চিত্র।

পথ দুর্ঘটনায় একই সঙ্গে মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার নদিয়ার ভীমপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, যাত্রিবাহী বাসের সঙ্গে ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর মাজদিয়া রুটের ভীমপুর থানার কুলগাছি এলাকায় দুর্ঘটনাটি হয়। কুলগাছি ঝাওতালা এলাকার রাস্তায় মাজদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিনভ্যানে ছিলেন তিন জন যাত্রী। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ইঞ্জিনভ্যানের চালক এবং যাত্রীরা দূরে ছিটকে গিয়ে পড়েন।

সংঘর্ষের পরে বাসটিও রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। বাসের সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট আওয়াজ শুনে স্থানীয়েরা ছুটে যান। তাঁরা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন। খবর যায় ভীমপুর থানার পুলিশের কাছে। তবে পুলিশ যাওয়ার আগে দুর্ঘটনাস্থলেই দু’জন মারা গিয়েছিলেন বলে খবর। বাকি দু’জনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই আরও এক জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। চতুর্থ ব্যক্তির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বাসে থাকা কারও বড়সড় আঘাত লাগেনি।

পুলিশ সূত্রে খবর, কী ভাবে দুর্ঘটনা হল, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন