Train Accident

রিলস্ বানাতে রেলসেতুতে উঠে ট্রেনে কাটা পড়ল তিন নাবালক! ফরাক্কায় কোনও মতে প্রাণ বাঁচল দু’জনের

মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা। তিন মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানে হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:১৯

—প্রতীকী ছবি।

ট্রেন চলে এলে সরে দাঁড়ানোও সম্ভব নয়। তা জেনেও রিলস্ বানাতে রেলসেতুতে উঠে পড়েছিল পাঁচ বন্ধু। প্রত্যেকেই নাবালক। আচমকা ট্রেন চলে আসায় যা হওয়ার, তা-ই হল! ট্রেনে কাটা পড়ল তিন জন। বাকি দু’জন দৌড়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও জখম হয়েছে তারা। মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা। তিন মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানে হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে আহিরন রেলসেতুতে উঠে ভিডিয়ো করছিল ওই পাঁচ জন। রিলস্ বানাতে বানাতে একেবারে সেতুর মাঝামাঝি জায়গায় চলে এসেছিল তারা। এমন সময় আচমকাই ট্রেন চলে আসে লাইনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন কাছাকাছি চলে এসেছে বুঝতেই পেরেই দৌড়তে শুরু করে পাঁচ জন। কিন্তু শেষরক্ষা হল না। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিন জন। সেতু পেরিয়ে লাইনের পাশে লাফ দিয়ে প্রাণ বাঁচে দুই তরুণের। প্রত্যক্ষদর্শী রাজা মণ্ডল বলেন, ‘‘পাঁচ জন ভিডিয়ো করতে করতে ব্রিজের মাঝখানে চলে গিয়েছিল। ট্রেন খুব কাছাকাছি এসে হর্ন দেয়। এত কাছে এসে গিয়েছিল যে, পালিয়েও লাভ হল না! যে দু’জন বেঁচে গিয়েছে, ওদের ভাগ্য খুবই ভাল!’’

পুলিশ সূত্রে খবর, তিন মৃতের নাম আমাউন শেখ (১৪), সামিউল শেখ (১৭) ও রফিক শেখ (১৬)। মৃত যুবকের এক আত্মীয় সইফুদ্দিন শেখ বলেন, ‘‘মাঝে মাঝে এ দিক-ও দিক ভিডিয়ো করত ওরা। ব্রিজের উঠে আগেও ভিডিয়ো করেছে। কত বার বারণ করেছি আমরা! কিন্তু শোনেনি।’’

আরও পড়ুন
Advertisement