Road Accident

লরির ধাক্কায় মুর্শিদাবাদে জাতীয় সড়কে উল্টে গেল অটো, দুই যাত্রীর মৃত্যু! আশঙ্কাজনক কয়েক জন

অটোটি যাচ্ছিল জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরের দিকে যাওয়া একটি লরি অটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সুতি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২৩:০১

— প্রতীকী চিত্র।

চলন্ত অটোকে পিছন থেকে দ্রুত গতিতে এসে ধাক্কা দিল একটি লরি। তাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। গুরুতর আহত হলেন আরও ছয় যাত্রী। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ হাট এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। ইতিমধ্যে আহতদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, পথদুর্ঘটনায় মৃতদের নাম আমিন শেখ এবং সেলিনা বিবি। তাঁদের বাড়ি যতাক্রমে সুতির হিলোরা এবং সাজুর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতি থানার সাজুর মোড় এলাকা থেকে একটি অটোয় ওঠেন কয়েক জন যাত্রী। অটোটি যাচ্ছিল জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরের দিকে যাওয়া একটি লরি অটোটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। অটোটি উল্টে যায়। অটোয় থাকা যাত্রীদের কয়েক জন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিন এবং সেলিনার। বাকি যাত্রীরা গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আহিরণ ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সাহায্যে এবং পুলিশের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়ক সম্প্রসারণের কাজের জন্য জাতীয় সড়কের একটি লেন বন্ধ রয়েছে। চালু থাকা একটি রাস্তা দিয়েই দু’দিক দিয়ে দ্রুত গতিতে যান চলাচল হচ্ছে। সে জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। ঘাতক লরিটিও দ্রুত গতিতে যাচ্ছিল। অটোটিকে ‘ওভারটেক’ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, লরির চালককে আটক করেছে তারা। লরিটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে।

আরও পড়ুন
Advertisement