Murshidabad

ডোমকলে গাছ কাটতে গিয়ে মৃত্যু ১ জনের, জখম আরও ৪

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগর এলাকায় ইদগাহের মধ্যে একটি শুকনো কৃষ্ণচূড়া গাছ কাটা হচ্ছিল। স্থানীয়েরা সেই গাছ কাটা দেখছিলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ২৩:১৪

প্রতীকী ছবি।

ডোমকলে গাছ কাটতে গিয়ে ঘটল বিপদ। গাছ চাপা পড়ে মৃত্যু হল এক জনের। গুরুতর জখম আরও চার জন। শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের শিবনগর এলাকায় ঘটনাটি ঘটেছে।। গুরুতর জখম অবস্থায় ৪ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীবনগর এলাকায় ইদগাহের মধ্যে একটি শুকনো কৃষ্ণচূড়া গাছ কাটা হচ্ছিল। স্থানীয়েরা সেই গাছ কাটা দেখছিলেন। গাছের কিছুটা অংশ কাটার পরেই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেটিতে চাপা পড়েন বেশ কয়েকজন। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাছ কাটার শ্রমিক-সহ সব মিলিয়ে মোট ৫ জন। গুরুতর আহত অবস্থায় জলিল মণ্ডল, রেজাউল শেখ, মহিদুল মণ্ডল, আরমান হোসেন মণ্ডল এবং জালাল মণ্ডলকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সকলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে জলিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি চার জনের মধ্যে দু’জনের অবস্থায় আশঙ্কাজনক।

Advertisement

গাছ কাটাতে গিয়ে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত জলিল ডোমকলের শিবনগরেরই বাসিন্দা বলে খবর। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Advertisement