রমজান মাস উপলক্ষে পর্ষদ স্বীকৃত স্কুলগুলোতে যত মুসলমান শিক্ষক এবং অশিক্ষক কর্মী কাজ করেন, তাঁরা দুপুর সাড়ে ৩টের মধ্যে বাড়ি যেতে পারেন। —প্রতীকী চিত্র।
রমজান মাস উপলক্ষে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত স্কুলগুলিতে কর্মরত মুসলিম শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ছুটি দিতে হবে তাড়াতাড়ি। এমনই নির্দেশিকা দিল পর্ষদ।
সোমবার, ২৭ মার্চ পর্ষদ এই নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, রমজান মাস উপলক্ষে পর্ষদ স্বীকৃত স্কুলগুলোতে যত মুসলমান শিক্ষক এবং অশিক্ষক কর্মী কাজ করেন, তাঁরা চাইলে দুপুর সাড়ে ৩টের মধ্যে বাড়ি যেতে পারেন। সেই অনুমতি তাঁরা পেয়ে যাবেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে।
প্রসঙ্গত, রমজান মাসে প্রতি দিন সূর্য ডোবার পর ইফতারের আয়োজন করা হয়। ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে যাঁরা রোজা রাখেন, তাঁরা সারা দিন উপবাস করেন। সেই উপবাস তাঁরা ভাঙেন সন্ধ্যাবেলায় ইফতারে। ওই সময় জমায়েতও হয়।
I extend my best wishes to all my brothers and sisters from the Muslim community across the world, as the holy month of Ramzan begins.
— Mamata Banerjee (@MamataOfficial) March 24, 2023
May we continue serving people and working towards a society that is free from poverty and all social evils!
প্রতি বছরের মতো এ বারও টুইটারে রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রমজান মাসের শুরুতে সকলের সুস্বাস্থ্য প্রার্থনা করে টুইট করেন মমতা।