— প্রতীকী চিত্র।
সম্পত্তি নিয়ে চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদের সমাপ্তি! প্রাণ গেল শাশুড়ি মিনু দাস ও বৌমা সুপ্রিয়া দাস। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার বরগোদা গ্রামে। এ ছাড়াও শ্বশুর খোকন দাস গুরুতর জখম অবস্থায় তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্তে নেমে নন্দকুমার থানার পুলিশ দু’জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরগোদা গ্রামের বাসিন্দা খোকন দাসের চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। রবিবারও তার ব্যতিক্রম ঘটেনি। ওই দিন দফায় দফায় বিবাদের পর রাতে ঝামেলার মাত্রা বেড়ে যায়। সেই সময় খোকনের পরিবারের উপর অন্যরা চড়াও হয়ে ব্যাপক মারধর করতে থাকেন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা খোকনের স্ত্রী ও বৌমাকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে খোকন আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খোকনের মেয়ে মিঠু দাস বলেন, ‘‘একটি ঝিল থেকে মাটি তোলা নিয়ে অশান্তির সূত্রপাত। রবিবার এই নিয়ে জ্যেঠু-কাকুরা বারে বারে বাড়িতে এসে ঝামেলা করছিল। রাতের দিকে বাবা ফোন করে জানায় মা ও বৌদিকে ওরা খুন করেছে। বাবার মাথাতেও গুরুতর চোট লেগেছে। আমরা খবর পেয়েই ছুটে আসি। এসে দেখলাম সব শেষ। ওরা যে এভাবে গোটা পরিবারকে খুনের চক্রান্ত করবে আমরা ভাবতেই পারিনি।’’
নন্দকুমার থানা সূত্রে জানা গিয়েছে, হামলা মারধর ও খুনের ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।