খড়্গপুরে নিরাপত্তা খতিয়ে দেখতে বাইকে পুলিশ সুপার, মেদিনীপুরে রিকশায় চাপলেন জেলাশাসক

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
খড়্গপুর ও মেদিনীপুর শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ২৩:২৬

—নিজস্ব চিত্র।

নিরাপত্তা খতিয়ে দেখতে বাইকে করে নজরদারি চালিয়েছেন জেলা পুলিশ সুপার। এ বার রিকশায় করে শহরের দুর্গা প্রতিমা দর্শনে বেরিয়েছেন জেলাশাসক। জেলার দুই শীর্ষ আধিকারিকের এমন পদক্ষেপ নজর কাড়ল সাধারণ মানুষের।

Advertisement

অষ্টমীর সন্ধ্যায় নিরাপত্তা খতিয়ে দেখতে বাইকে করে ঘুরে নজরদারি চালাতে দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। রবিবার রাতে রেল নগরী খড়গপুর শহরে এবং মেদিনীপুর শহরের বিভিন্ন পুজো মণ্ডপ এলাকায় বাইকে নজরদারি চালান তিনি। কর্মরত পুলিশকর্মীরাও নজরদারি চালান। এ বার নবমীর সন্ধ্যায় রিকশায় চেপে এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। জেলা শাসক বলেন, ‘‘মাঝে মধ্যেই শহরের বিভিন্ন এলাকা টোটো, রিক্সা, এমনকি পায়ে হেঁটে যাই। কোথায় কী সমস্যা রয়েছে, তা দেখার চেষ্টা করি। জেলায় বিভিন্ন প্রান্তে উৎসবের মেজাজ। সেজে উঠেছে শহর। পুজো মণ্ডপগুলিতে মানুষের ভিড় রয়েছে। কোথাও কোন সমস্যা রয়েছে, কিনা তা দেখা হচ্ছে।’’

পুলিশ সুপার ধৃতিমান সরকারও বলেন, ‘‘জেলার বিভিন্ন এলাকায় পুলিশ দিয়ে নজরদারি চালানো হচ্ছে। তা ছাড়া অতিরিক্ত নজরদারি চলছে। সেই কারণে বাইক নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার, আইসি ও ফোর্স নিয়ে বাইকে করে ঘুরে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement