Fire

বুড়িশোলের জঙ্গলে আগুন! রাজ্য সড়কের দুই ধারে ছড়াল দাবানল, চাঞ্চল্য

দিও কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়েছে কি না, তারও খোঁজ শুরু করেছে বন দফতর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
লালগড় শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪
Fire in Forest

বুড়িশোলের জঙ্গলে আগুন। —নিজস্ব চিত্র।

গাছের শুকনো পাতা ঝরা শুরু হতেই পশ্চিম মেদিনীপুরের বুড়িশোলের জঙ্গলে আগুন! মঙ্গলবার সন্ধ্যায় ভাদুতলা থেকে লালগড় যাওয়ার পথে রাজ্য সড়কের দুই ধারের শাল জঙ্গলে আগুন লাগে। হালকা হাওয়া থাকায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দাউদাউ করে জ্বলছে গোটা শাল জঙ্গল।

Advertisement

যদিও কেউ বা কারা জঙ্গলে আগুন লাগিয়েছে কি না, তারও খোঁজ শুরু করেছে বন দফতর।

বন দফতরের এক কর্তার কথায়, ‘‘ঝরা পাতায় ঘর্ষণে আগুন লাগতে পারে। আবার কেউ আগুন লাগিয়েও দিতে পারে। দু’টি সম্ভাবনাই রয়েছে। তদন্ত করে সেটা দেখা হচ্ছে।’’ ইতিমধ্যে খবর পেয়ে বুড়িশোলের জঙ্গলে গিয়েছে দমকল বাহিনী। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা।

বস্তুত, সচেতনতামূলক প্রচার সত্ত্বেও ফি বছর শালবনি থেকে গড়বেতা, গোয়ালতোড় থেকে মেদিনীপুরে জঙ্গলে আগুন লাগার চিত্রের বদল ঘটেনি। অভিযোগ ওঠে, জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ কিংবা পশু শিকারের সুবিধার্থে কিছু অসাধু ব্যক্তি জঙ্গলে আগুন লাগিয়ে দেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে। বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন
Advertisement