Lakshmi Bhandar Scheme

লক্ষ্মীর ভান্ডারে দু’হাজার, বিতর্ক প্রধানের ‌মন্তব্যে

শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ বলেন, ‘‘ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা বেড়ে দু’হাজার টাকা হবে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ০৮:২৩

— প্রতীকী চিত্র।

রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা করে এখন দেওয়া হয়। এই টাকাই না কি বেড়ে হয়ে যাবে দু’হাজার। দলীয় বিজয়া সম্মিলীনর সভা মঞ্চে অন্তত তেমনই দাবি করেছেন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement

শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ বলেন, ‘‘ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা বেড়ে দু’হাজার টাকা হবে।’’ এখানেই না থেমে আরও এক ধাপ এগিয়ে বিজনবন্ধু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মী ভান্ডারের টাকা দুহাজার না করেন তা হলে আমার গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী ভান্ডারে দু’হাজার টাকা আমিই দেব।’’

Advertisement
আরও পড়ুন