শ্রমিকদের না জানিয়েই নতুন বেতন চুক্তি, হিন্দুস্তান লিভারে বিক্ষোভ

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২৩:২৩

কারখানার শ্রমিকদের না জানিয়েই স্বাক্ষরিত হয়েছে নতুন বেতন চুক্তি। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে হলদিয়ায় হলদিয়ার হিন্দুস্তান লিভার সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক শ্রমিক। তাঁদের বক্তব্য, তাঁদের আলোচনায় না ডেকেই নতুন বেতন কাঠামোর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। তাঁদের সঙ্গে আলোচনা করে নতুন করে বেতন চুক্তি স্বাক্ষরিত না হলে বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।

Advertisement

কারখানা সূত্রে খবর, দীর্ঘ প্রায় দু’বছর ধরে হলদিয়ার হিন্দুস্তান লিভার সংস্থার চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের বেতন চুক্তি পুনর্নবীকরণ বন্ধ ছিল। সম্প্রতি বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি হলদিয়া শিল্পাঞ্চলে পরিদর্শনে এলে শ্রমিকেরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। এর পরেই স্ট্যান্ডিং কমিটি শ্রম আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে বলে। সেই মতো বুধবার শ্রম দফতরের আধিকারিকেরা, জেলাশাসক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, সিইও, হলদিয়ার মহকুমাশাসক, তৃণমূল ট্রেড ইউনিয়ান ও কারখানার প্রতিনিধিরা বৈঠক করে নতুন বেতন কাঠামো তৈরি করেন।

সেই আলোচনায় কেন শ্রমিকদের প্রতিনিধিদের ডাকা হয়নি, তা নিয়েই বিরোধ। কারখানা সূত্রে জানা গিয়েছে, হিন্দুস্তান লিভারে কর্মরত প্রায় ২৮২ জন শ্রমিকদের প্রায় ২২ মাস ধরে চুক্তি বকেয়া ছিল। নতুন চুক্তিতে শ্রমিকদের গড়ে ৪২০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে ২০২৩ সালের ১ মার্চ থেকে ২০২৬ সাল পর্যন্ত। বকেয়া অতিরিক্ত বেতন প্রতি মাসে ১৯০০ টাকা এরিয়ার হিসেবে দেওয়া হবে। শ্রমিকদের, এই চুক্তি খারিজ করে নতুন করে চুক্তি না হলে শ্রমিকদের বিক্ষোভ চলবে। বিক্ষোভকারী দেবাশিস দে বলেন, ‘‘আমরা হাইস্কিলের কর্মী হয়েও উপযুক্ত বেতন পাচ্ছি না। আনস্কিলের ক্ষেত্রেও বঞ্চনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এর পরেও শ্রমিকদের না জানিয়েই নতুন বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’’

শ্রমিকদের বিক্ষোভে যান হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তিনি বলেন, ‘‘শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে ও শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতিতে নতুন বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বেতন চুক্তি বাতিল করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানাব। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন বেতন চুক্তি তৈরি করতে হবে।’’

আরও পড়ুন
Advertisement