Robbery

উল্টেপাল্টে দেখতে দেখতেই আংটি নিয়ে চম্পট! পুলিশ পরিচয়ে সোনার দোকানে ডাকাতির অভিযোগ দাসপুরে

এই ঘটনার পর ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, ‘‘একটি অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
দাসপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ২৩:১৬

—নিজস্ব চিত্র।

পুলিশ পরিচয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দাসপুর বাজারের ওই সোনার দোকানে সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি প্রবেশ করেন। অভিযোগ, দোকানের মালিককে নিজেকে পুলিশ বলে পরিচয় দেন তিনি। জানান, তিনি সোনার আংটি কিনতে চান। সেই মতো দোকান মালিক তাঁকে আংটি দেখাতে থাকেন। প্রকাশ্যে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দোকান মালিক একের পর এক আংটি দেখাচ্ছেন ওই ব্যক্তিকে। আর তিনিও উল্টেপাল্টে দেখছেন। অভিযোগ, এর পরেই দু’টি আংটি নিয়ে চম্পট দেন ওই ব্যক্তি। এই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন সেই দোকান মালিক পরেশ ভৌমিক।

এই ঘটনার পর ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, ‘‘একটি অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

আরও পড়ুন
Advertisement