Birbaha Hansda

বিরবাহার গাড়িতে টোটোর ধাক্কা, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বনমন্ত্রী

রবিবার রাত পৌনে ১০টা নাগাদ মন্ত্রী বিরবাহার গাড়ির ডান দিকে একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং উল্টে যায়। টোটো থেকে পড়ে আহত হয় এক শিশু-সহ দু’জন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪
গাড়িতে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।

গাড়িতে বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। —নিজস্ব চিত্র।

মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম ফেরার সময় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহর লাগোয়া ধর্মা এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী। সেখান থেকে ফিরছিলেন কেরানিচটি হয়ে ঝাড়গ্রাম। সেই পথে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ির ডান দিকে ধাক্কা মারে। এই সংঘর্ষের কারণে গাড়ির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই দুর্ঘটনায় আহত হননি বনমন্ত্রী।

Advertisement

রবিবার রাত পৌনে ১০টা নাগাদ মন্ত্রী বিরবাহার গাড়ির ডান দিকে একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এবং উল্টে যায়। টোটো থেকে পড়ে আহত হয় এক শিশু-সহ দু’জন। আহতদের উদ্ধার করে মন্ত্রী নিজেই তাঁর গাড়িতে করে নিয়ে যান মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। আহত দু'জন বাড়ি যাওয়ার পরে মন্ত্রী ঝাড়গ্রামের উদ্দেশে রাত পৌনে ১১টা নাগাদ রওনা দেন। গাড়িতে বনমন্ত্রী ছাড়া ছিলেন তাঁর মা চুনিবালা হাঁসদা-সহ আরও একজন। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, তাঁরা সকলেই নিরাপদ।

মন্ত্রী বিরবাহা বলেন, “একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম। শহরের গির্জা কুইকোটা এলাকায় একটি টোটো আচমকা আমাদের গাড়ির সামনে এসে পড়ে। সামান্য আঘাত পেয়েছে এক শিশু ও তার মা। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

Advertisement
আরও পড়ুন