ডাকঘরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ প্রৌঢ়ার পুত্র। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ডাকঘর থেকে উধাও ১২ লক্ষ টাকা! স্থায়ী আমানত হিসাবে সেই টাকা জমা রাখলেও তা আর ফেরত পাননি বলে অভিযোগ সুরজিৎ পাল নামে এক যুবকের। সেই টাকা পাননি বলে তিনি অসুস্থ মায়ের চিকিৎসা করাতেও পারছেন না বলে অভিযোগ। বর্ধমানের জামালপুরের ওই ডাকঘরের বিরুদ্ধে টাকা প্রতারণার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন সুরজিৎ। হাই কোর্টে তাঁর আর্জি, ওই টাকা ফেরত দেওয়া হোক।
মামলাকারী সুরজিতের দাবি, ডাকঘর থেকে টাকা ফেরত না-পেয়ে থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই ঘটনায় কী তদন্ত হয়েছে, কী পদক্ষেপ করেছে পুলিশ, এক সপ্তাহের মধ্যে তা জানাতে হবে। ওই মামলার কেস ডায়েরি তলব করেছে হাই কোর্ট।
২০২১ সালে ডাকঘরে ১২ লক্ষ টাকা জমা দিয়েছিলেন সুরজিতের বাবা মৃৎশিল্পী রণজিৎ পাল। ২০২২ সালে অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য ওই টাকা তোলার চেষ্টা করেন সুরজিৎ। তাঁর ফলের ব্যবসা রয়েছে। সুরজিতের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পোস্টমাস্টার সেই টাকা দেননি। পোস্ট অফিসের বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে মামলাকারীর অভিযোগ। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এ বার এই মামলার কেস ডায়েরি তলব করল হাই কোর্ট। পুলিশ অভিযোগ পেয়ে কী পদক্ষেপ করেছে, তা-ও জানতে চেয়েছে।