Mamata - SSC Job-Loss Victims Meeting

সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই ব্যবস্থা করে দেব, যোগ্য কারও চাকরি যাবে না: মমতা

সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁরা চাকরি হারিয়েছেন, এসএসসির সেই সমস্ত প্রার্থীর সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাস দিয়েছেন চাকরিহারাদের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৭:০৬
meeting between Mamata Banerjee and Dismissed SSC Candidates

নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।

সংক্ষেপে
সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁরা চাকরি হারিয়েছেন, এসএসসির সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয়েছে। মমতা আশ্বাস দিয়েছেন, কারও চাকরি যাবে না। তিনি সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চাইবেন। নেতিবাচক উত্তর এলে তিনি যোগ্য চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন।
আরও
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৫৯ key status

কী কী বললেন মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কারও চাকরি যাবে না। আগে রাজ্য সরকারের তরফে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। যদি নেতিবাচক উত্তর মেলে, সে ক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। যত দিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিস পাচ্ছেন, তত দিন স্কুলে গিয়ে চাকরিহারাদের স্বেচ্ছা পরিষেবা (ভলান্টারি সার্ভিস) দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। 

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৪৮ key status

‘অযোগ্য’দের বিষয়টা পরে দেখব

মমতা বলেন, ‘‘আগে যোগ্যদের বিষয়টি মিটে যাক। তার পর যাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি দেখব। আবার আপনাদের ডাকব। সত্যি যদি তাঁরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হন, আমার তখন কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, আলাদা করে সেটা দেখতে হবে। আলাদা করে সেটা নিয়ে আমি কথা বলব। সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে গোলমাল লাগাবেন না। নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৪১ key status

বিকল্প ব্যবস্থার আশ্বাস

বিকল্প বন্দোবস্তের আশ্বাস দিয়েছেন মমতা। বলেছেন, ‘‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট আমাদের হাতে যোগ্য-অযোগ্যের তালিকা তুলে দিক। ব্যাখ্যা দিক। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৩৮ key status

স্বেচ্ছায় কাজ করুন

চাকরিহারাদের উদ্দেশে মমতা বলেন, ‘‘আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৩৬ key status

আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে

মমতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাঁর কথায়, ‘‘আদালতের কাছে আমরা ব্যাখ্যা চাইব। নতুন করে পরীক্ষা নেওয়ার আগে আমাদের জানতে হবে, যাঁরা স্কুলে পড়াতেন, তাঁদের জন্য আদালতের ব্যাখ্যা কী? স্কুল কে চালাবেন? বাকি কাজ কে চালাবেন? কাউকে না খাইয়ে মারার অধিকার তো কারও নেই। চাকরি দিতে পারবেন না, আমার অনুরোধ তাঁরা যেন চাকরি কেড়ে না নেন। শিক্ষা দফতর যা করার করবে।’’

মমতা আরও বলেন, ‘‘যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:৩১ key status

আইনজীবী কারা

মমতা জানান, অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই চালাবেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:২৭ key status

চাকরি কাড়তে দেব না

মমতা বলেন, ‘‘আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:২৪ key status

সিপিএমকে আক্রমণ

মমতা বলেন, ‘‘আমি অনেক কথা জেনেও সিপিএমের কারও কোনও চাকরি খাইনি। বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? উত্তর দিতে হবে। সিপিএমকে এর জবাব দিতে হবে।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:২৩ key status

মমতার ধিক্কার

মমতার কথায়, ‘‘চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কাড়ার ক্ষমতা আছে। তাঁদের ধিক্কার জানাই। যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার অনেক চেষ্টা করেছিল। ২০২২ থেকে নোংরা খেলা শুরু করেছে।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:২২ key status

‘রং না দেখে পাশে দাঁড়াব’

চাকরিহারাদের সামনে মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্টের রায়ে আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। লাল, নীল, গেরুয়া কোনও রং দেখব না। আমাকে জেলে ভরলে ভরুক। যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায়, আমরা সেটা সব সময় চাই।’’

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:১৮ key status

বলছেন মমতা

নেতাজি ইন্ডোরের মঞ্চে বলতে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:১৬ key status

মঞ্চে এলেন চার মন্ত্রী

নেতাজি ইন্ডোরের মঞ্চে এলেন রাজ্যের চার মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পুলক রায় এবং মানস ভুঁইয়া। 

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:১৫ key status

দাবি পড়ছেন চাকরিহারারা

নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একে একে দাবি পড়ে শোনালেন চাকরিহারারা। বেশ কয়েকটি দাবি জানিয়েছেন তাঁরা—

  • সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে। পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে চাকরি থেকে বরখাস্তের চিঠি দেওয়া যাবে না।
  • যে বিচারপতি রায় দিয়েছেন, তাঁর বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা যাবে না।
  • পুনর্বিবেচনা প্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত যে চাকরি করছি, সেখানেই স্বমহিমায় আমাদের বহাল রাখতে হবে। এতে আদালতের অবমাননা হবে না।
  • এই সময়ের মধ্যে নতুন করে পরীক্ষার কোনও বিজ্ঞপ্তি জারি করা যাবে না। আমরা পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে চাইছি না।
  • সুপ্রিম কোর্টের রায়ে, সিবিআইয়ের নথিতে যোগ্য এবং অযোগ্যের ভাগাভাগি রয়েছে। যোগ্যদের পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়ায় যেতে হবে।
  • সব বিরোধী দল আমাদের প্রতি সহমর্মী। আমরা সর্বদল বৈঠকের আবেদন জানাচ্ছি।
  • আমরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করেছি। আমাদের এক জন দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দিতে হবে।
timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১১:৫৬ key status

মমতার সঙ্গে বৈঠকে আর কারা

মমতার সঙ্গে নেতাজি ইন্ডোরের বৈঠকে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার। আরও কয়েক জন সরকারি কর্তা, আইনজ্ঞেরা রয়েছেন।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১১:৫৩ key status

চাকরিহারাদের প্রতিনিধিরা বলছেন

নেতাজি ইন্ডোরের মঞ্চে মুখ্যমন্ত্রী বসে আছেন। তাঁর সামনে নিজেদের অবস্থার কথা জানাচ্ছেন চাকরিহারাদের প্রতিনিধিরা।

timer শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১১:৪৯ key status

নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী

নেতাজি ইন্ডোরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু ক্ষণেই চাকরিহারাদের সঙ্গে তাঁর বৈঠক শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মঞ্চে আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন