TMC

তৃণমূল নেতাকে খুনের চেষ্টার কথা স্বীকার

শুক্রবার বেলঘরিয়া থেকে ইন্দালকে গ্রেফতার হয়। সূত্রের খবর, বিকাশকে খুন করার জন্যই হামলা চালানো হয়েছিল বলে ইন্দাল স্বীকারও করেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৮:৫৮
পিস্তলের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি ছিটকে নেতার পাশে দাঁড়ানো এক যুবকের গা ঘেঁষে বেরিয়ে গিয়েছিল।

পিস্তলের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি ছিটকে নেতার পাশে দাঁড়ানো এক যুবকের গা ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। —প্রতীকী চিত্র।

তৃণমূলের শ্রমিক নেতাকে লক্ষ্য করে প্রথমে পেটে গুলি। তার পরেরটা মাথা লক্ষ্য করে করার পরিকল্পনা ছিল। কিন্তু পিস্তলের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি ছিটকে ওই নেতার পাশে দাঁড়ানো এক যুবকের গা ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। এর পরেই ধরা পড়ার ভয়ে শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালায় যুবক। গত ৮ মার্চ বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুর এলাকার এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবকে জেরা করে তদন্তকারীরা এমনটাই জেনেছেন বলে খবর।

Advertisement

শুক্রবার বেলঘরিয়া থেকে ইন্দালকে গ্রেফতার হয়। সূত্রের খবর, বিকাশকে খুন করার জন্যই হামলা চালানো হয়েছিল বলে ইন্দাল স্বীকারও করেছে। ঘটনার পর পরই ইন্দালের বন্ধু বিক্কি যাদবকে গ্রেফতার করা হয়েছিল। জানা যাচ্ছে, নিউ টাউনের একটি হোটেলের ম্যানেজার ইন্দাল ঘটনার সন্ধ্যায় বেলঘরিয়ায় বিক্কির বাড়িতে আসে। বিক্কির বাইক নিয়ে আরও দুই বন্ধুর সঙ্গে বেরোয় ইন্দাল। উত্তর বাসুদেবপুর এলাকায় চায়ের দোকানে তখন চা খাচ্ছিলেন তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিংহ।

ইন্দালরা আচমকাই তাঁর নাম ধরে ডাকলে বিকাশ পিছন ফিরতেই গুলি চালায় ইন্দাল। সেটি বিকাশের পেটে লাগে। পরে আরও একটি গুলি চালায় ইন্দাল। সেটি পাশে দাঁড়ানো যুবকের গা ঘেঁষে বেরিয়ে যায়। ইন্দাল নিউ টাউনের হোটেলে গিয়ে পোশাক বদলে বিহারে পালায়। মোবাইলের টাওয়ারের অবস্থানের সূত্রে পুলিশের একটি দল বিহারে গেলে ইন্দাল বেলঘরিয়ায় পালিয়ে আসে।

পুলিশ সূত্রের খবর, গত বছর মহিলা সংক্রান্ত বিষয়ে ইন্দালকে মারধরের অভিযোগ ওঠে বিকাশের বিরুদ্ধে। ব্যারাকপুরের উপ নগরপাল (দক্ষিণ) অনুপম সিংহ বলেন, ‘‘ইন্দাল ও বিক্কিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। বাকিদের খোঁজ চলছে। ঘটনার কারণ খোঁজা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন