বর্ষবরণের রাতে তিন জোড়া অতিরিক্ত মেট্রো চলবে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বর্ষশেষের রাতে ব্লু (নীল) লাইনে চলবে অতিরিক্ত তিন জোড়া মেট্রো। যাত্রীদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তিনটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। যাবে কবি সুভাষ (নিউ গড়়িয়া) স্টেশন পর্যন্ত। আর অন্য তিনটি মেট্রো ছাড়বে কবি সুভাষ স্টেশন থেকে। যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে।
অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষে ত়ৃতীয় তথা শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
বর্ষবরণের রাতে ভিড় সচরাচর পার্ক স্ট্রিটমুখী হয়। অনেকেই দ্রুত গন্তব্যে পৌঁছতে এবং ভিড় এড়াতে মেট্রোয় সওয়ার হন। সে কথা মাথায় রেখেই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত বলে কলকাতা মেট্রো সূত্রে খবর। মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দিন (মঙ্গলবার) গ্রিন (সবুজ) লাইন ১, গ্রিন (সবুজ) লাইন, পার্পল (বেগনি) লাইন এবং অরেঞ্জ (কমলা) লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।