R G Kar Hospital Incident

কালো রাখি পরে প্রতিবাদ মিছিলে শহর

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষে জানানো হয়, প্রথমে ঠিক ছিল, শ্যামবাজার থেকে আর জি কর পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ০৯:০১
প্রতিবাদের রাখিবন্ধন। সোমবার, আর জি কর হাসপাতালের আন্দোলন মঞ্চে।

প্রতিবাদের রাখিবন্ধন। সোমবার, আর জি কর হাসপাতালের আন্দোলন মঞ্চে। ছবি: সুমন বল্লভ।

আর জি করের ঘটনার প্রতিবাদে কেউ হাতে পরলেন কালো রাখি। কেউ আবার রাখিতে লিখলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’। সোমবার, রাখিবন্ধনের দিনে এ ভাবেই প্রতিবাদে নামল তিলোত্তমা কলকাতা।

Advertisement

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কালো রাখি পরে এ দিন বিক্ষোভ মিছিল করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষে জানানো হয়, প্রথমে ঠিক ছিল, শ্যামবাজার থেকে আর জি কর পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, ওই পথে পুলিশ তাঁদের যেতে দেয়নি। তাই শেষে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন তাঁরা। কিঙ্কর বলেন,
‘‘আমাদের দাবি, আর জি কর-কাণ্ডের তদন্ত করে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত সবাইকে ধরতে হবে।’’

আর জি করের ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে রাখিবন্ধনের কর্মসূচি
নিয়েছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতিও। সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘দোষীদের গ্রেফতারির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই কর্মসূচি।’’

বাগুইআটি ইউথ ফোরামের উদ্যোগে বাগুইআটি মোড়ে এ দিন পথচলতি মানুষের হাতে
পরানো হয় ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা রাখি। প্রায় ৫০০ জনের হাতে ওই রাখি পরিয়ে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানানো হয়। গড়িয়া, টালিগঞ্জ অঞ্চলের বাসিন্দারা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে রথতলা বাজার পর্যন্ত মিছিল করেন। তাঁদের হাতের রাখিতেও লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আরও পড়ুন
Advertisement