Fraud

কাজ পেতে ভুয়ো নথি বানিয়ে ১৫ কোটির প্রতারণা করে ধৃত

কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে দেওয়ার নাম করে প্রায় ১৫ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৯:৫৯
ধৃতের নাম রাজীব ঘোষ।

ধৃতের নাম রাজীব ঘোষ। —ফাইল চিত্র।

নিজের পরিচয় সে দিয়েছিল এক জন ঠিকাদার হিসাবে। সেই ভুয়ো পরিচয় এবং ভুয়ো নথিপত্রের সাহায্যে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে দেওয়ার নাম করে প্রায় ১৫ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম রাজীব ঘোষ। কড়েয়া থানা এলাকার তারক দত্ত লেনের বাসিন্দা রাজীবকে শুক্রবার বিকেলে ধরা হয়।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, ঠিকাদারির ভুয়ো সংস্থা তৈরি করেছিল রাজীব। ওই হাসপাতালের কাজ পেতে সে ভুয়ো নথিও তৈরি করেছিল। সেই ভুয়ো নথি দেখিয়ে কেপিসি হাসপাতালের কাছ থেকে রাজীব তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেয়। ওই ভাবে প্রতারণা করে ১৪ কোটি ৯২ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে। এর পরে সেই টাকা রাজীব বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে ফেলে বলে অভিযোগ। তদন্তে নেমে বেশ কিছু ভুয়ো নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

শনিবার ধৃত রাজীবকে আলিপুর আদালতে হাজির করা হয়। এই মামলার সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান জানিয়েছেন, রাজীবকে ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

Advertisement
আরও পড়ুন