Kolkata Municipal Election 2021

KMC: কলকাতার মেয়র ফিরহাদই, ডেপুটি মেয়র অতীন, চেয়ারপার্সন মালা, ঘোষণা মমতার

কলকাতা পুরভোটে জয়ী ১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকে পুরবোর্ড ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩০
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৪৮ key status

দিদিকে প্রণাম করেছি, ভাল ভাবে কাজ করতে বলেছেন: ফিরহাদ

মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ফিরহাদ হাকিম। মমতা তাঁকে কী বললেন? জবাবে ফিরহাদ বললেন, ‘‘উনি বলেছেন, ‘ভাল ভাবে কাজ করো।’’ মেয়র হিসেবে প্রথমেই কোন কাজটি করতে চান? প্রশ্নের উত্তরে ফিরহাদ বললেন, ‘‘আমার প্রথম লক্ষ্য হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যকটি পালন করা।’’ 

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৩১ key status

ভাল কাজ করলে দল দেখবে, এখানে কোনও ব্যক্তিগত লবি নেই: মমতা

মমতা বললেন, ‘‘ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই বললেন মমতা। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ’’

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৩০ key status

মহিলাদের গুরুত্ব বরো কমিটিতে

মহিলাদের গুরুত্ব দেওয়া হল। ১৬টি বরো কমিটির মধ্যে ১০টিতেই মহিলা চেয়ারম্যান। জানিয়ে দিলেন মমতা। এঁরা হলেন, দুই নম্বর বোরোর চেয়ারপার্সন হয়েছেন শুক্লা ভোড়, চার নম্বর বোরোর দায়িত্বে সাধনা বসু, পাঁচ নম্বর বোরোয় রেহানা খাতুন, ছয় নম্বরে সানা আহমেদ, সাত নম্বরে সুস্মিতা ভট্টাচার্য, আট নম্বরে চৈতালী চট্টোপাধ্যায়, নয় নম্বরে দেবলীনা বিশ্বাস, ১০ নম্বর বোরোয় জুঁই বিশ্বাস, ১৩ নম্বর বোরোয় রত্না শূর এবং ১৪ নম্বর বোরোয় সংহিতা দাস।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:২৯ key status

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:২৮ key status

মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন

মেয়র ইন কাউন্সিল হলেন, অতীন ঘোষ, তারক সিংহ, অভিজিৎ মুখোপাধ্যায়, সন্দীপন সাহা, মিতালী বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, জীবন সাহা, দেবব্রত মজুমদার, আমিরুদদিন ববি, বৈশ্বানর চট্টাপাধ্যায়, রাম প্যারে রাম, স্বপন সমাদ্দার এবং সন্দীপ বকসী।

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:২০ key status

প্রতি ৬ মাস রিপোর্ট কার্ড নেব : মমতা

‘‘কথা কম কাজ বেশি করুন’’ কাউন্সিলরদের বললেন মমতা। জানালেন, ‘‘সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না— এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়।’’ মমতা জানান প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখবেন। 

Advertisement
timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:১৯ key status

মাথা নিচু করে কাজ করুন: মমতা

৪০ জন নতুন কাউন্সিলরকে ভাল করে কাজ শিখতে বললেন মমতা। জানালেন মাথা নিচু করে কাজ করতে হবে। যত জিতবে, তত মাটির দিকে নজর দিতে হবে। 

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:১৬ key status

নির্দলরা এখনই দলে ফিরছেন না, আমি আমার পরাজিত প্রার্থীদেরই পাশে আছি: মমতা

টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বেশ কিছু নেতা-নেত্রী। তাঁদের কেউ হেরেছেন। কেউ তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জিতেছেন। মমতা জানালেন, তাঁদের অনেকেই দলে ফিরতে চাইছেন। কিন্তু এখনই তাঁদের ফেরানো হবে না। মমতা বলেন, ‘‘কেউ যদি ভেবে থাকে দলকে পিছন থেকে ছুরি মেরে আখের গুছিয়ে নেবে, তা হবে না। ’’

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:১২ key status

শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: মমতা

‘‘এত শান্তিপূর্ণ নির্বাচন কেউ করে দেখাতে পারেনি। আমরা করে দেখিয়েছি। আগে থেকেই নির্দেশ ছিল গোলমাল করা যাবে না। গন্ডগোল হয়নি।’’ মমতা বললেন, ‘‘তৃণমূলে অহংকারের কোনও জায়গা নেই।’’ 

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:১০

প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ মুখ্যমন্ত্রী মমতার

মমতা বললেনন, ‘‘আজ সুব্রতদাকে মিস করছি। সুব্রতদা যখন মেয়র হয়েছিলেন তখন আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওঁর মৃত্যু আমাদের কাছে গ্রেট লস।’’

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:০৮ key status

মহারাষ্ট্রে নিবাসে বৈঠক শুরু মমতার

মহারাষ্ট্র নিবাসে বক্তৃতায় তৃণমূলের জয়ী কাউন্সিলরদের পাশাপাশি অন্য দলের জয়ী কাউন্সিলরদেরও অভিনন্দন জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বললেন, পুরভোটে জয় মা- মাটি-মানুষকে সমর্পণ করছি। 

timer শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:০০

নতুন মেয়র কে?

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই কি নতুন মেয়র হিসেবে বেছে নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না কি অন্য কেউ দায়িত্ব নেবেন ছোট লালবাড়ির? ঠিক হবে বৈঠকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন