IT Raid

কলকাতায় তৃণমূল মেয়র পারিষদের হোটেলে হানা আয়কর আধিকারিকদের, তল্লাশি চলল কিছু ক্ষণ

বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের ফ্যাক্টরিতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরিতে যান আধিকারিকরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৬:১৭
তৃণমূল কাউন্সিলরের নামে হোটেলের বিদ্যুতের বিল পাওয়া গিয়েছে। যদিও আয়কর হানা নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তৃণমূল কাউন্সিলরের নামে হোটেলের বিদ্যুতের বিল পাওয়া গিয়েছে। যদিও আয়কর হানা নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তৃণমূল মেয়র পারিষদ আমির উদ্দিন ববির হোটেলে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বুধবার দুপুরে কলকাতার মৌলালির ওই হোটেলে বেশ কিছু ক্ষণ ছিলেন তাঁরা। রিপন স্ট্রিটের হোটেলের নথিপত্র খতিয়ে দেখা হয় বলে খবর। জানা গিয়েছে, হোটেলের বিদ্যুতের বিল রয়েছে আমিরের নামে।

উল্লেখ্য, কলকাতার ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির উদ্দিন। এই হানা নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া অবশ্য মেলেনি।

Advertisement

অন্যদিকে, বুধবার সকালে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের ফ্যাক্টরিতেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরি, বিজলি বিড়ি ফ্যাক্টরিতে যাওয়ার পাশাপাশি সুতির বিধায়ক জাকিরের শিব বিড়ি ফ্যাক্টরিতেও আয়কর হানা হয়েছে।

বুধবার বেলা ১১টা নাগাদ সামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ ফ্যাক্টরি এবং সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি সংলগ্ন বিড়ি ফ্যাক্টরিতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রথমে বিএসএফ জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয় ফ্যাক্টরির চার দিক। সেখান থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয় বলে খবর।

আরও পড়ুন
Advertisement