Education Department

সিবিএসই, আইসিএসই স্কুলের দেখাশোনা নিয়ে চিঠি শিক্ষা দফতরের

স্কুলগুলির পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ যাতে ঠিক থাকে, সেই সংক্রান্ত নজরদারি যাতে ঠিক মতো হয়, সে সব দেখার জন্য ওই দুই কর্তৃপক্ষকে চিঠি লিখছে শিক্ষা দফতর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:২৯
দুই কর্তৃপক্ষকে চিঠি লিখছে শিক্ষা দফতর।

দুই কর্তৃপক্ষকে চিঠি লিখছে শিক্ষা দফতর। —প্রতীকী চিত্র।

রাজ্যে সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ যাতে ঠিক থাকে, সেই সংক্রান্ত নজরদারি যাতে ঠিক মতো হয়, সে সব দেখার জন্য ওই দুই কর্তৃপক্ষকে চিঠি লিখছে শিক্ষা দফতর। সর্বশিক্ষা মিশনের চেয়ারম্যান কার্তিক মান্না বলেন, ‘‘নব নালন্দা হাই স্কুলে জানলার কাচ ভেঙে দুই ছাত্রের মাথায় পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই চিঠি লেখা হচ্ছে। আমরা সরাসরি সিবিএসই বা আইসিএসই স্কুলগুলির উপরে নজরদারি করতে পারি না। তবে ওই স্কুলগুলির পড়ুয়ারাও তো এই রাজ্যেরই। তাই এই সব স্কুলের পরিকাঠামো যেন ঠিক থাকে, নজরদারি যেন ঠিক মতো হয়, তা দেখার জন্য আমরা সিবিএসই এবং সিআইএসসিই কর্তৃপক্ষকে চিঠি লিখছি।’’

Advertisement

সিবিএসই এবং সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা বেসরকারি স্কুলগুলির মাসিক ফি বেশি বলে অনেক সময়েই অভিযোগ ওঠে। অভিভাবকদের আরও দাবি, ফি নিয়েও অনেক ক্ষেত্রে ওই সব স্কুলে নজরদারির অভাব রয়েছে। যেমন, নব নালন্দার ক্ষেত্রেই তাঁরা অভিযোগ করেছেন, এক মাস আগেও স্কুলে জানলার কাচ ভেঙে পড়েছিল। এখন ছাত্রদের নিরাপত্তার জন্য দুর্ঘটনার জায়গায় জাল টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে অভিভাবকদের একাংশের মতে, এই সাবধানতা আগেই নেওয়া উচিত ছিল। ওই ঘটনার জেরে অনেক পড়ুয়া এখনও আতঙ্কে আছে। যে দুই পড়ুয়া এই ঘটনায় আহত হয়েছে, তাদের মধ্যে কম আহত হওয়া পড়ুয়া সৃঞ্জয় রায়ের মা বর্ণালী রায় বলেন, ‘‘ছেলের আতঙ্ক খানিকটা কাটলেও ওকে দু’দিন স্কুলে পাঠাব না। ওষুধ খাওয়ার পরে ওর ঘুম পাচ্ছে। এখনও পুরো সুস্থ নয়।’’ এ দিনও অভিভাবকদের একাংশ প্রশ্ন তোলেন, ঝড়-বৃষ্টি না হওয়া সত্ত্বেও কী ভাবে জানলার ফ্রেম ভেঙে নীচে পড়ল? তবে নব নালন্দা স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার স্বাভাবিক স্কুল হয়েছে। পড়ুয়াদের উপস্থিতির হারও ছিল স্বাভাবিক।

এ দিকে, ওই ঘটনায় গুরুতর আহত ছাত্র প্রিয়ম দাসকে আর জি কর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় দু’টি ও গলায় একটি জায়গায় কেটে গিয়েছিল। সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। প্রিয়মের সিটি স্ক্যানের রিপোর্টও স্বাভাবিক।

Advertisement
আরও পড়ুন