Cancer

ক্যানসার নিয়ে সম্মেলন

এ বারের বিষয় ‘কনভারজেন্স অব ট্রানস্লেশনাল অ্যাপ্রোচ ইন ক্যানসার থেরানোস্টিক্স’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১০:০৯
বিশ্বে প্রায় ২ কোটি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

বিশ্বে প্রায় ২ কোটি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। —প্রতীকী চিত্র।

কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ক্যানসার রিসার্চ’-এর ৪৪তম বার্ষিক সভা ও আন্তর্জাতিক
সম্মেলন। এ বারের বিষয় ‘কনভারজেন্স অব ট্রানস্লেশনাল অ্যাপ্রোচ ইন ক্যানসার থেরানোস্টিক্স’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রায় প্রতি পাঁচ জনে এক জন ক্যানসারে আক্রান্ত। ২০২২ সালের এক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বে প্রায় ২ কোটি মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আবার, চিকিৎসার পরে পাঁচ বছর বা তার বেশি স্বাভাবিক জীবনযাপন করছেন প্রায় ৫.৩৫ কোটি মানুষ।

Advertisement

এই সম্মেলনে আধুনিক ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির সাম্প্রতিক অগ্রগতি ও এতে ব্যবহৃত নতুন ওষুধ সম্পর্কে আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমেরিকায় ক্যানসার গবেষণার অগ্রগতি, জিনোমিক্স, প্রিসিশন মেডিসিন এবং চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও আলোচনায় উঠে আসে। তিন দিনের এই সম্মেলনে দেশের ও বিদেশের মোট ৩৫০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন