পার্ক স্ট্রিটে বাস দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারল একটি বাস। সোমবার সকালে হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। তার ফলেই ডিভাইডারে ধাক্কা মারে সেটি।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটিতে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। ফলে বড়সড় কোনও অঘটন এড়ানো গিয়েছে। তবে দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও কারও চোট গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে খবর। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও গোলযোগের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে।
সোমবার অম্বেডকর জয়ন্তীর জন্য সরকারি ছুটি থাকায় রাস্তাঘাট তুলনামূলক ভাবে অনেকটাই ফাঁকা ছিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ডিভাইডারে বাসটি ধাক্কা মারার পরে সেটির সামনের দিকের দু’টি চাকা শূন্যে উঠে যায়। ডিভাইডারের একটি অংশ ভেঙে শেষে বাসটিকে বার করা হয়। বুধবারের এই দুর্ঘটনার জন্য রাস্তায় যান চলাচল সাময়িক ভাবে বিঘ্নিত হয়।