R G Kar Hospital Incident

প্রতিবাদে নামল স্কুলের পড়ুয়ারাও

সোমবার প্রতিবাদে শামিল হবে সেন্ট জ়েভিয়ার্স কলেজিয়েট স্কুলও। সকাল ১০টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত পার্ক স্ট্রিটে ওই স্কুলের সামনেই মৌন প্রতিবাদ জানানো হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৪ ০৮:৫৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে এ বার শামিল হচ্ছে শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কুল। কোনও কোনও স্কুলের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমে মৌন মিছিল করেছে। কিছু স্কুল আবার জানিয়েছে, তারা স্কুল চত্বরেই নীরবতা পালন করবে।

Advertisement

বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের কয়েক জন শিক্ষিকা জানালেন, সম্প্রতি তাঁদের স্কুলে যে মৌন মিছিল হয়েছে, সেটির উদ্যোক্তা ছিল একাদশ শ্রেণির ছাত্রীরা। সঞ্চয়িতা মিত্র নামে এক শিক্ষিকা বললেন, ‘‘স্কুল ছুটি হওয়ার কিছু ক্ষণ আগে একাদশ শ্রেণির ছাত্রীরা আমাদের জানায় যে, ওরা আর জি করের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করতে চায়। সেই মিছিলে আমাদেরও শামিল হতে বলে। আমরা সম্মত হতেই ওরা দ্রুত পোস্টার লিখে ফেলে। ওদের উদ্যোগেই স্কুল ছুটির পরে মৌন মিছিল হয়। তাতে কয়েক জন শিক্ষিকার পাশাপাশি কিছু অভিভাবকও শামিল হন। ছাত্রীদের এই উদ্যোগকে স্বাগত জানাই।’’

বেথুন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শবরী ভট্টাচার্য বললেন, ‘‘আমাদের স্কুলও পড়ুয়াদের উদ্যোগে মৌন মিছিল করেছে। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা সেই মিছিলে অংশ নিয়েছিল। আমরাও ছিলাম। আমাদের স্কুল থেকে মিছিল শুরু হয়েছিল। বিডন স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ফের স্কুলে ফিরে এসেছি। বেথুন স্কুল বরাবরই নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছে। তাই আমাদের স্কুলও প্রতিবাদে শামিল হয়েছে।’’ রামমোহন মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক সুজয় বিশ্বাস জানান, মঙ্গলবার তাঁদের স্কুল মৌন মিছিল করবে। স্কুল থেকে শুরু হয়ে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে যাদবপুর থানা পর্যন্ত যাবে মিছিল। পড়ুয়ারা পোস্টার বানাবে। অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়ারা মিছিলে অংশ নেবে।

কাল, সোমবার প্রতিবাদে শামিল হবে সেন্ট জ়েভিয়ার্স কলেজিয়েট স্কুলও। সকাল ১০টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত পার্ক স্ট্রিটে ওই স্কুলের সামনেই মৌন প্রতিবাদ জানানো হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা তাতে অংশ নেবে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বললেন, ‘‘আমাদের স্কুলে এখন ডিএলএড-এর পরীক্ষা চলছে। স্কুল খুলবে ২১ অগস্ট। আমরা ২১ তারিখ নীরবতা পালন করব। মেয়েদের সম্মান করার বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করা হবে।’’

প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার বললেন, ‘‘স্কুল স্তর থেকেই পড়ুয়াদের এই ধরনের ঘটনা সম্পর্কে সচেতনতা আসা দরকার। যে সব স্কুল মৌন মিছিল বা প্রতিবাদে শামিল হচ্ছে, তাদের সাধুবাদ জানাই।’’

আরও পড়ুন
Advertisement