Rajarhat Newtown

Crime: মায়ের কোল থেকে ছিনিয়ে শিশুকে আছড়ে খুন! রাজারহাটে গ্রেফতার কাকিমা 

পারিবারিক বিবাদের বলি একরত্তি শিশু। খুনের ঘটনায় গ্রেফতার কাকিমা ইয়াসমিন বেগম। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৩:২৩
নিউটাউনে খুন একরত্তি।

নিউটাউনে খুন একরত্তি। প্রতীকী চিত্র।

মায়ের কোল থেকে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে আছড়ে মেরে খুন করলেন কাকিমা! শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল নিউটাউনে। ইতিমধ্যে অভিযুক্ত ইয়াসমিন বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর এক আত্মীয়ার অভিযোগ, ‘‘বাড়ির ঝামেলায় পড়ে বাচ্চাটা মারা গেল।’’

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকার একটি পরিবারের তীব্র অশান্তি বাধে। দুই জা-এর মধ্যে সেই বচসা চরমে পৌঁছয়। সে সময় আচমকা এক জা-এর হাত থেকে তাঁর শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন অপর জা। ওই মহিলার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রাতে শিশুটির তেমন কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি। কিন্তু শনিবার সকালে আর ঘুম ভাঙেনি শিশুটির। এর পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় আঙুল উঠেছে শিশুকন্যার কাকিমার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মোট চার জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন