KMC on Garden Reach building collapse

গার্ডেনরিচকাণ্ডের দায় এড়াতে পারে না পুরসভা, মেয়র ফিরহাদের উল্টো সুর ডেপুটি মেয়র অতীনের

গার্ডেনরিচে বাড়ি ভাঙার ঘটনায় কাউন্সিলেরের পাশে দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, বিষয়টি দেখার কথা পুরসভার নির্মাণ বিভাগের। সেই বক্তব্যেরই বিরোধিতা করলেন ডেপুটি মেয়র অতীন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৮:৩৫
মেয়রের উল্টোসুর ডেপুটির গলায়।

মেয়রের উল্টোসুর ডেপুটির গলায়। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গার্ডেনরিচের ঘটনা নিয়ে মেয়রের বক্তব্যের উল্টো সুর শোনা গেল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের গলায়। গার্ডেনরিচকাণ্ডে এলাকার কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ-ও বলেছিলেন বিষয়টি দেখার কথা ছিল নির্মাণ বিভাগের আধিকারিকদের। কিন্তু অতীন বললেন, পুরসভা এর দায় এড়াতে পারে না।

Advertisement

রবিবার রাতে গার্ডেনরিচের একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ন’জনের। এই ঘটনা প্রসঙ্গে এবিপি আনন্দকে ডেপুটি মেয়র বলেন, ‘‘এত বড় একটি ঘটনার নৈতিক দায় পুরসভা এড়াতে পারে না।’’ একই সঙ্গে অতীন বলেন, ‘‘এর দায় কাউন্সিলরও এড়িয়ে যেতে পারেন না।’’

উল্লেখ্য, গার্ডেনরিচের কাউন্সিলর হলেন শামস ইকবাল। তাঁর এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ যাঁর বিরুদ্ধে, সেই প্রোমোটার মহম্মদ ওয়াসিমের সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এ ব্যাপারে অবশ্য অতীনও বলেছেন, ‘‘ছবি তোলা মানেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা ভাবা ঠিক নয়। আমাদের পাশে বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলেন। তার মানে এই নয় যে, তাঁর বানানো বাড়ি ভেঙে পড়েছে বলে আমি দায়ী হব।’’ তবে ছবি থাক বা না থাক গার্ডেনরিচের ঘটনার দায়িত্ব যে ইকবালের উপর বর্তায় তা স্পষ্ট করেছেন অতীন। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘আমি বিভিন্ন সংবাদমাধ্যমে শুনেছি, উনি এই অবৈধ নির্মাণের কথা জানতেন না বলে জানিয়েছেন। কিন্তু আমি যদি কোনও এলাকার কাউন্সিলর হতাম। আর আমার এলাকায় যদি এমন ঘটনা ঘটত, তা হলে আমি এই ঘটনার দায় এড়াতে পারতাম না।’’

যদিও মঙ্গলবার এ ব্যাপারে ফিরহাদকে প্রশ্ন করা হলে তিনি কাউন্সিলরের পাশে দাঁড়িয়েই বলেছিলেন, ‘‘কাউন্সিলর তো পরে। এটা তো দেখার কাজ বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের। যাঁরা মাইনে পান। আমরা তাঁদের শোকজ় করেছি। ভিতের সময়েই যদি ধরা যায় তা হলে এগুলো হয় না।’’ ঘটনা হল, কলকাতা পুরসভায় মেয়র পরিষদে বিল্ডিং বিভাগের দায়িত্ব ফিরহাদেরই। তবে ফিরহাদ কার্যত মেনে নিয়েছেন, তিনি মেয়র হিসাবে বেআইনি নির্মাণ নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফিরহাদকে বলতে শোনা যায়, ‘‘বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমি দূর করতে পারছি না।’’

এ প্রসঙ্গেই পুরসভার ডেপুটি মেয়র অতীন কার্যত মেয়রের উল্টো কথা বলেন। বিরোধীরা যখন গার্ডেনরিচকাণ্ডে কলকাতা পুরসভার মেয়রের ইস্তফার দাবি জানাচ্ছেন, তখনই অতীন জানান, ‘‘পুরসভা এই ঘটনার নৈতিক দায় অস্বীকার করতে পারে না।’’

আরও পড়ুন
Advertisement