— প্রতীকী চিত্র।
রাস্তার ধারে বাজার বসার জায়গা নির্দিষ্ট করা হয়েছে। ধাপে ধাপে সরানো হচ্ছে দখলদারদের। যদিও তার পরেও যান চলাচল কতটা মসৃণ হবে, তা নিয়ে সংশয়ী দক্ষিণ দমদম পুর এলাকার বাসিন্দারা। এর কারণ, যান চলাচলের সমস্যার নেপথ্যে রয়েছে পার্কিংয়ের সমস্যা। আজও সেই সমস্যা মেটেনি। ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভা স্থায়ী পার্কিং লট তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। বাসিন্দাদের একাংশের দাবি, ফুটপাত এবং রাস্তার ধার থেকে বেআইনি দখলদার সরানোয় জায়গা কিছুটা ফাঁকা হবে। তাই এ বার স্থায়ী পার্কিং লট তৈরির পরিকল্পনা কার্যকর করা হোক।
প্রসঙ্গত, যেখানে-সেখানে গাড়ি রাখার ফলে যান চলাচলের সমস্যা দক্ষিণ দমদমে নতুন নয়। সমস্যা সমাধানে কয়েক মাস আগে হাসপাতাল, শপিং মল, বাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করেছিল পুরসভা এবং পুলিশ-প্রশাসন। যত্রতত্র গাড়ি রাখার সমস্যা খতিয়ে দেখেন তাঁরা। দ্রুত সে সব জায়গা থেকে গাড়ি সরানোর নির্দেশও দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কাজও চলছে। তবু সমস্যা পুরোপুরি মেটেনি।
এরই সঙ্গে এলাকার বাসিন্দা থেকে শুরু করে গাড়ির মালিকদের একাংশ জানাচ্ছেন, পুর এলাকায় বসতি এবং লোকসংখ্যার তুলনায় রাস্তা বা ফাঁকা জায়গার পরিমাণ কম। অথচ, বাণিজ্যিক কর্মকাণ্ড প্রতি দিন বাড়ছে। হাসপাতাল, শপিং মল, বাজার, অফিসকে কেন্দ্র করে স্থানীয়দের গাড়ির পাশাপাশি এলাকার বাইরে থেকে অসংখ্য গাড়ির যাতায়াত বেড়েছে। এ ছাড়াও, এলাকার বিভিন্ন রাস্তায় অটো, টোটো, রিকশার পার্কিং তো আছেই।
যশোর রোড, দমদম রোড-সহ একাধিক রাস্তায় যত্রতত্র গাড়ি রাখা নিয়ে সমস্যা লেগেই রয়েছে। স্থানীয় এক বাসিন্দা রঞ্জিত দাস বলেন, ‘‘এমন বহু দিন ঘটেছে যে, রাস্তার ধারে গাড়ি রেখে চালক হয়তো কোথাও গিয়েছেন। পিছনে থাকা আমার গাড়ি বার করতে পারছি না। সুষ্ঠু পার্কিং ব্যবস্থার দরকার। উপরন্তু সামাজিক বা রাজনৈতিক কোনও অনুষ্ঠান হলে হাঁটাচলা করাই মুশকিল হয়ে ওঠে।’’ এলাকাবাসীর কথায়, শুধু পরিকল্পনা করলেই চলবে না। দরকার সুসংহত পরিকল্পনা।
দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষের অবশ্য দাবি, বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পরে পার্কিংয়ের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে। এর আগেও দখলদার সরাতে অভিযান চলেছে। মূল সমস্যা পর্যাপ্ত জায়গার অভাব। তবুও পার্কিং
লট তৈরির পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে। এক পুরকর্তা জানান, অভিযান চালিয়ে রাস্তার ধার থেকে দখলদার সরানো হচ্ছে। তাতে জায়গা ফাঁকা হলেই সেখানে পার্কিং লট করা যাবে, তেমন নয়। এই বিষয়ে পুলিশ-প্রশাসনের সম্মতিও প্রয়োজন।
সমস্যার কথা স্বীকার করে দক্ষিণ দমদম পুরসভার এক চেয়ারম্যান পারিষদ জানান, পার্কিং লট তৈরির পরিকল্পনা কার্যকর করতে সময় লাগছে। তার অন্যতম প্রধান কারণ, পর্যাপ্ত জায়গার অভাব। প্রয়োজনীয় জায়গার খোঁজ চলছে। নিশ্চিত ভাবে এই সমস্যার সমাধান করা হবে।