Money Laundering

প্রাক্তন কমিটির বিরুদ্ধে তছরুপের অভিযোগ বর্তমানের

বর্তমান কমিটির অভিযোগ যে, সুখদেবের আমলে কমিটির নগদ সাত লক্ষ টাকা ছিল। কমিটির বৈঠকে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত হলেও তা জমা পড়েনি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১
অডিট রিপোর্ট নিয়েও নানা প্রশ্ন তুলেছে বর্তমান কমিটি।

অডিট রিপোর্ট নিয়েও নানা প্রশ্ন তুলেছে বর্তমান কমিটি। — প্রতীকী চিত্র।

আবাসিক কমিটির ‘তহবিল তছরুপের’ অভিযোগ গড়াল আদালত পর্যন্ত। সেই মামলায়
পুলিশের কাছে প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট তলব করেছে বিধাননগর কোর্ট। আদালত সূত্রের খবর, সল্টলেক আইএ ব্লকের বর্তমান আবাসিক কমিটি বিধাননগর অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে একটি অভিযোগ দায়ের করে জানিয়েছে যে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত কমিটির সাধারণ সম্পাদক সুখদেব সাহা এবং আরও কয়েক জন কমিটির সাত লক্ষ টাকা তছরুপ করেছেন। সেই বিষয়টি পুলিশকে পাঠিয়ে রিপোর্ট দিতে বলেছেন বিচারক। আগামী ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। এ ব্যাপারে সুখদেবকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। টেক্সট মেসেজেরও উত্তর দেননি।

Advertisement

সূত্রের খবর, বর্তমান কমিটির অভিযোগ যে, সুখদেবের আমলে কমিটির নগদ সাত লক্ষ টাকা ছিল। কমিটির বৈঠকে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সিদ্ধান্ত হলেও তা জমা পড়েনি। ওই আমলের অডিট রিপোর্ট নিয়েও নানা প্রশ্ন তুলেছে বর্তমান কমিটি। স্থানীয়দের একাংশের অভিযোগ, সুখদেব ওই এলাকায় ভাড়া থাকেন। কোনও ভাড়াটে আবাসিক কমিটির পদাধিকারী হতে পারেন কিনা, তা নিয়েও প্রশ্ন আছে। অনেকের অভিযোগ, সুখদেব নিজেকে শাসকদলের ‘ঘনিষ্ঠ’ বলেও নানা সময়ে দাবি করেছেন। তবে পুলিশ সূত্রের খবর, সুখদেবের বিরুদ্ধে এর আগেও তছরুপের মামলা হয়েছিল। হাই কোর্টে আর্জি জানিয়ে সেই মামলায় রেহাই পান। আদালতে বর্তমান কমিটির অবশ্য দাবি, হাই কোর্ট কিছু পদ্ধতিগত ত্রুটির জন্য ওই মামলা খারিজ করেছিল। মামলার বিষয়বস্তু বিচার করা হয়নি।

Advertisement
আরও পড়ুন