Man Beaten at Entally

ঘরে শুয়ে হৃদ্‌রোগী, বাইরে শব্দবাজির তাণ্ডব! প্রতিবাদ করায় এন্টালিতে তরুণকে বেধড়ক মার, ফাটল মাথা

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এন্টালিতে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রায় ১৫-২০ জন মিলে তাঁর উপর চড়াও হয়েছিলেন বলে দাবি ‘আক্রান্ত’ তরুণের। ঘটনায় এখনও পর্যন্ত ধৃত দু’জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১২:০১
শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কলকাতার এন্টালিতে এক তরুণকে মারধরের অভিযোগ।

শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কলকাতার এন্টালিতে এক তরুণকে মারধরের অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক তরুণকে মারধরের অভিযোগ কলকাতায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে এন্টালি থানার অন্তর্গত আনন্দ পালিত রোডের ধারে একটি বসতি (মুখ্যমন্ত্রী বসতিগুলির নাম দিয়েছিলেন ‘উত্তরণ’) এলাকায়। বাজি ফাটানোর প্রতিবাদ করায় ইটের আঘাতে সায়ন কুন্ডু নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বাবা সুশীল কুন্ডুকেও মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্ত তরুণের। ওই ঘটনার পর ইতিমধ্যে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে কুন্ডু পরিবার। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

কলকাতা পুরসভার ১৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বসতিতে সরু গলির দু’ধার দিয়ে বাড়ি। সেখানেই একটি বাড়িতে থাকেন সায়ন। বাড়িতে তাঁর বয়স্ক বাবা রয়েছেন। মা খুকুমণি কুন্ডুও অসুস্থ। রবিবার রাতে ওই সরু গলির মধ্যে তাঁদের বাড়ির সামনে শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করাতেই ‘আক্রান্ত’ হন সায়ন। প্রথমে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোয় আপত্তি জানিয়েছিলেন সুশীল। তা থেকেই বচসার সূত্রপাত। পরে সায়ন প্রতিবাদ জানাতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

সুশীলের বক্তব্য, তাঁর স্ত্রীর হৃদ্‌যন্ত্রের সমস্যা রয়েছে। পর পর শব্দবাজি ফাটতে থাকায় তাঁর স্ত্রীর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। সেই কারণেই প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এত জায়গা থাকতে কেন তাঁর বাড়ির সামনেই শব্দবাজি ফাটানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন করেন সুশীল। কিন্তু তাঁর অনুরোধে কেউ কোনও গুরুত্বই দেয়নি বলে দাবি আক্রান্ত তরুণের পিতার। এর পর সায়ন প্রতিবাদ করতে আসায় তাঁকেও মারধর করা হয়। তরুণের অভিযোগ, ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। প্রায় ১৫-২০ জন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

শুধু এন্টালিতেই নয়, আজাদগড় এলাকাতেও শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সঞ্জয় ভট্টাচার্য নামে ওই অভিযোগকারীরও বাড়িতে অসুস্থ কাকা রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ বলে দাবি অভিযোগকারীর। রাত ১০টা নাগাদ তাঁর বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা পুলিশের ডিসি (সাউথ)-কে একটি ইমেলও পাঠিয়েছেন অভিযোগকারী।

আরও পড়ুন
Advertisement