Ariadaha Lynching Incident

জয়ন্তের ফের পুলিশি হেফাজত

গত ১৬ জুলাই সংগঠিত অপরাধ (ভারতীয় ন্যায় সংহিতার ১১১ নম্বর ধারা)-র মামলায় জয়ন্তকে হেফাজতে নিয়েছিল দক্ষিণেশ্বর থানা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ০৫:৫৯

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিংহকে ফের পুলিশি হেফাজতে নিল বেলঘরিয়া থানা। আদালতের নির্দেশে শেষ আট দিন সে দক্ষিণেশ্বর থানার হেফাজতে ছিল। বুধবার সেই পুলিশি হেফাজত শেষে ব্যারাকপুর আদালতে হাজির করানো হয় জয়ন্তকে। আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনায় ওই দুষ্কৃতীকে ফের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করে বেলঘরিয়া পুলিশ। তাতে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

গত ১৬ জুলাই সংগঠিত অপরাধ (ভারতীয় ন্যায় সংহিতার ১১১ নম্বর ধারা)-র মামলায় জয়ন্তকে হেফাজতে নিয়েছিল দক্ষিণেশ্বর থানা। এ দিন তার আইনজীবী মাধব চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ ওই মামলায় কিছুই উদ্ধার করতে পারেনি। পুরনো মামলাতেই বেলঘরিয়া পুলিশ আবার হেফাজতে নিয়েছে।’’ অন্য দিকে, মা-ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্তের শাগরেদ রাহুল গুপ্তকে ১৯ জুলাই রাতে ধরা হয়। ২০ জুলাই আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনেরপুলিশি হেফাজত দেন। এ দিন সেই হেফাজত শেষে রাহুলকে ফের আদালতে তোলা হলে, আড়িয়াদহ তালতলা ক্লাবে চোর সন্দেহে এক যুবককে চ্যাংদোলা করে মারধরের ঘটনায় তাকেও হেফাজতে পেতে আবেদন করে বেলঘরিয়া থানা। তাতে রাহুলের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশ সূত্রের খবর, চোর সন্দেহে ওই যুবক ও এক তরুণীকে ক্লাবে ধরে এনেছিল রাহুল। তাই ওই ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন
Advertisement