Cossipore

অফিসার পরিচয়ে চাকরি দেওয়ার নামে জালিয়াতি, ধৃত অভিযুক্ত

পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত ৯ এপ্রিল। ওই দিন চুঁচুড়া ও হাওড়ার দুই বাসিন্দা নিয়োগপত্র নিয়ে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৮:৫৫
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম মৃত্যুঞ্জয় প্রসাদ। মঙ্গলবার রাতে কলকাতা স্টেশন থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, আদতে ব্যারাকপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় বসিরহাটে বাড়ি ভাড়া করে থাকত। প্রতারণার ঘটনার পরে সে লখনউ পালিয়ে গিয়ে গা-ঢাকা দেয়। সেখান থেকে ফিরতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মৃত্যুঞ্জয়কে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ২২ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত ৯ এপ্রিল। ওই দিন চুঁচুড়া ও হাওড়ার দুই বাসিন্দা নিয়োগপত্র নিয়ে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে গিয়েছিলেন। নিয়োগপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। কারণ, তাঁরা নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞাপন দেননি। কর্তৃপক্ষ নিয়োগপত্রটি খতিয়ে দেখে বুঝতে পারেন, সেটি ভুয়ো।

তদন্তে নেমে পুলিশ ওই দুই চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাঁদের সঙ্গে মৃত্যুঞ্জয়ের আলাপ হয় কয়েক মাস আগে। অভিযোগ, মৃত্যুঞ্জয় নিজেকে ডিফেন্স সিকিয়োরিটি অফিসার (ডিএসও) বলে পরিচয় দিয়ে ওই দু’জনকে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চার্জম্যান ও করণিক পদে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। এক পুলিশ অফিসার জানান, নিজের গ্রহণযোগ্যতা বোঝাতে দুই চাকরিপ্রার্থীকে বার তিনেক কাশীপুরের ওই কারখানায় নিয়েও এসেছিল অভিযুক্ত। এমনকি, তাঁদের নিয়ে রিসেপশন পর্যন্ত চলে যায় সে। পুলিশ জানিয়েছে, এর আগেই অবশ্য দুই চাকরিপ্রার্থীর কাছ থেকে মৃত্যুঞ্জয় প্রায় ১৬ লক্ষ টাকা আদায় করে একটি নিয়োগপত্র দিয়েছিল তাঁদের।

পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পরে দেখা যায়, মৃত্যুঞ্জয় বেপাত্তা। পরে মোবাইলের সূত্র ধরে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে, সে রয়েছে লখনউয়ে। মঙ্গলবার সেখান থেকে ফিরতেই তাকে ধরা হয়। তদন্তে উঠে এসেছে, আগেও পুলিশ অফিসার সেজে গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিল মৃত্যুঞ্জয়। জামিনে ছাড়া পাওয়ার পরে সে ফের একই কাজ করেছে বলে দাবি পুলিশের।

আরও পড়ুন