৮৬৭ কেজি গাঁজা সহ ট্রাকচালক গোবর্ধন গন্ডকে গ্রেফতার করে এসটিএফ। —প্রতীকী চিত্র।
কলকাতা পুলিশের এসটিএফ খবর পেয়েছিল, শহরে বিপুল পরিমাণ গাঁজা আসতে পারে। সেই মতো মধ্যপ্রদেশের একটি ট্রাক কালীপ্রসন্ন সিংহ রোডে পৌঁছতেই সেটি ঘিরে ফেলে পুলিশ। মেলে ৮৬৭ কেজি গাঁজা। ট্রাকচালক গোবর্ধন গন্ডকে গ্রেফতার করে এসটিএফ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করলেন কলকাতা নগর দায়রা আদালতের এনডিপিএস কোর্টের বিচারক রোহন সিংহ। কাল, সোমবার সাজা ঘোষণা হওয়ার কথা।
২০১৯ সালের ১৮ অক্টোবর বিকেলে মধ্যপ্রদেশের জাবেরার বাসিন্দা গোবর্ধন শহরে পৌঁছয়। ওই গাঁজা কলকাতায় কারও হাতে তুলে দেওয়ার কথা ছিল তার। মামলার সরকারি আইনজীবী সমীরকুমার শীল জানান, মামলায় সাত জন সাক্ষ্য দিয়েছেন। বিচার চলাকালীন জামিন পায়নি গোবর্ধন। বিচার ভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘জামিনের জন্য গোবর্ধন কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছিল। কিন্তু হাই কোর্ট তার আবেদন খারিজ করে দেয়।’’