Fire In Burrabazar

বড়বাজারের বহুতল ভবনে শাড়ির গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

শনিবার দুপুর ১টা ৪০ নাগাদ বড়বাজারের কটন স্ট্রিট এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ১৫:১৫

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বড়বাজারের বহুতল ভবনে শাড়ির গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। শনিবার দুপুর ১টা ৪০ নাগাদ বড়বাজারের কটন স্ট্রিট এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। আপাতত দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

Advertisement

দমকলের তরফে জানা গিয়েছে, ছ’তলা ভবনের পাঁচ তলায় রয়েছে কাপড়ের গুদামটি। সেখানেই আগুন এবং ধোঁয়া দেখে দমকলকে খবর দেন স্থানীয়রা। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কারণ খোঁজার চেষ্টা করছেন দমকল আধিকারিকেরা।

আগুনের উৎস যাই হোক, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কাপড় এবং অন্যান্য দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জায়গাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

আরও পড়ুন
Advertisement