Building & KMC

পরিত্যক্ত বাড়িতেও নজর, ‘বিপজ্জনক বাড়ি’ দেখলেই নোটিস যাবে, সিদ্ধান্ত কলকাতা পুরসভা

কলকাতা পুরসভা বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন পুরসভার শীর্ষকর্তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ২০:২৩
ভেঙে পড়া বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা পুরসভার।

ভেঙে পড়া বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতা পুরসভার। ফাইল ছবি।

দিন প্রতিদিন কলকাতা শহরে বাড়ছে বিপজ্জনক বাড়ির সংখ্যা। কোনও কোনও বাড়িতে সাধারণ মানুষ বাস না করলেও, অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে যেখানে কেউ বাস করেন। ঝড় বা দুর্যোগের সময় এই বাড়িগুলির বড় অংশ ভেঙে সাধারণ মানুষ ক্ষতি হয়। তাই এ বার কলকাতা পুরসভা এলাকায় থাকা বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন পুরসভার শীর্ষকর্তারা।

Advertisement

শহরের এমন অনেক বাড়ি রয়েছে, যেখানে মানুষের বাস নেই। ফলে তার উপর কোনও নজরদারি থাকে না কলকাতা পুরসভার। কিন্তু, সেগুলি অনেক সময়েই বিপজ্জনক পরিস্থিতিতে কলকাতা পুরসভার মাথাব্যথার কারণ হয়ে ওঠে। এমন বাড়ি ভেঙে কোনও দুর্ঘটনা ঘটতেই পারে। এমন পরিত্যক্ত বাড়িগুলি খুঁজে বার করে ‘বিপজ্জনক বাড়ি’র কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার বিল্ডিং বিভাগকে।

পুরসভার তরফে শুধু নোটিস বা বিজ্ঞপ্তি দিলেই চলবে না। স্থানীয় ওয়ার্ডের বিল্ডিং বিভাগের অফিসারকে নিয়মিত তার উপর নজরদারি করতে বলা হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর ওই এলাকা পরিদর্শন করে ডিজিটাল ওয়ার্ক ডায়েরিতে ছবি তুলে আপলোড করতে বলা হয়েছে পুরসভার কর্মীদের। কোনও ক্ষেত্রে পুরসভার কর্মীদের উদাসীনতা দেখা দিলে জবাব চাওয়া হতে পারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিরের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন