West Bengal Panchayat Election 2023

আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে শুভেন্দুর মামলা প্রধান বিচারপতির এজলাসে গেল

শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে নম্বর ব্যবহৃত হয়েছিল, সেই একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সরকারের কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৫:৫১
Justice Amrita Sinha sent a case to Chief Justice filed by Suvendu Adhikari on MCC violation

কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটে রাজ্যের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলা বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানির জন্য উঠলে, তা প্রধান বিচারপতির এজলাসে পাঠানো হয়। এ বিষয়ে বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে গণ্য হওয়া উচিত। তাই এটিকে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে পাঠান তিনি।

শুভেন্দুর অভিযোগ ছিল, তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে যে নম্বর ব্যবহৃত হয়েছিল, সেই একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সরকারের কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে। দলীয় কর্মসূচিতে ব্যবহৃত ফোন নম্বর কী ভাবে সরকারি কর্মসূচিতে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার দিনই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। কিন্তু তার পরের দিন, এই কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুভেন্দুর বক্তব্য, এই কাজে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।

Advertisement

তা ছাড়াও রাজ্যের এক জায়গায় টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন শুভেন্দু। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি, সংবাদমাধ্যমের সামনেও সরব হন বিরোধী দলনেতা। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।

Advertisement
আরও পড়ুন