Jadavpur University Incident

হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুরে জখম ইন্দ্রানুজকে, বাঁ চোখ, হাতে এখনও সমস্যা

হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়কে। ঘটনার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৯:২৫
হাসপাতাল থেকে ছাড়া হল ইন্দ্রানুজকে।

হাসপাতাল থেকে ছাড়া হল ইন্দ্রানুজকে। —নিজস্ব চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম পড়ুয়া ইন্দ্রানুজ রায়কে। ঘটনার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। পরিবার জানিয়েছে, এখন বাড়িতেই বাকি চিকিৎসা হবে। তাঁর হাতের কব্জি, বাঁ চোখ এবং পায়ে এখনও সমস্যা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও মাসখানেক লাগবে বলে জানিয়েছে পরিবার।

Advertisement

গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গিয়েছিলেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর সময়েই জখম হন ইন্দ্রানুজ। অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন। তার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দ্রানুজ। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ছ’সদস্যের মেডিক্যাল দল গঠন করা হয়েছিল।

শনিবার ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁকে আরও এক দিন পর্যবেক্ষণে রেখে শেষমেশ সোমবার ছাড়া হল। অন্য দিকে, যাদবপুরকাণ্ড নিয়ে বিতর্কের আবহে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকেও। তাঁকে রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন