I-Pac

স্বৈরতান্ত্রিক উপায়ে আটকে রাখা হয়েছে আইপ্যাক কর্মীদের: আগরতলায় ব্রাত্য, মলয়, ঋতব্রত

ত্রিপুরায় জোড়াফুল ফোটানোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। তাদের জন্য সমীক্ষা চালাতেই আইপ্যাকের ২৩ সদস্যের একটি দল সেখানে রয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:২৯
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:২৮ key status

‘বিজেপিকে ঠেকাতে এক মাত্র বিকল্প মমতা’

‘‘বাংলায় বিজেপির বিজয় রথ থেমেছ। কৃষক নেতা মমতার  সঙ্গে দেখা করে বলেছেন, বিজেপিকে ঠেকাতে মমতাই একমাত্র বিকল্প। বিজেপিকে উৎখাত করার এই লড়াই শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালে ত্রিপুরা থেকে উৎখাত করার লড়াই, ২০২৪-এ দেশজুড়ে উৎখাত করার লড়াই। আর এই লড়াইয়ে একমাত্র বিকল্প সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা।’’ বলল তৃণমূল।

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:২৪ key status

‘ত্রিপুরায় যা ঘটেছে আগে দেশের কোথাও ঘটেনি’

ত্রিপুরায় মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এটা মানুষ মেনে নেবে না: তৃণমূল

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:২১ key status

‘পুরা বিষয়টিই স্বৈরতান্ত্রিক’: তৃণমূল

‘‘আই প্যাক কর্মীদের নতুন করে করোনা পরীক্ষা স্বৈরতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত নিদর্শন। ইতিহাস জানে মুসোলিনিরাও একই কারবার করতেন। এই ট্রেন্ডটাও সেরকরমই’’ বলল তৃণমূল।

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:১৯

আরটিপিসিআর রিপোর্ট সত্ত্বেও কেন কোভিড পরীক্ষা

তৃণমূলের প্রশ্ন, ‘‘আরটিপিসিআর  পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকা সত্ত্বেও কেন আইপ্যাক কর্মীদের নতুন করে কোভিড পরীক্ষা করানো হল?’’  তারা জানতে চেয়েছে, যে হোটেল আই প্যাকের কর্মীরা রয়েছেন, সেই হোটেলের বাকি আবাসিকদেরও কি একইভাবে কোভিড পরীক্ষা করানো হয়েছে?

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:১৭ key status

২৩ সদস্যকে তলব ত্রিপুরা পুলিশের

আই প্যাকের ২৩ জন সদস্যকেই ডেকে পাঠিয়েছে ত্রিপুরা পুলিশ। তাদের ১ আগস্ট ডেকে পাঠানো হয়েছে।  

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:১৫ key status

গণতন্ত্রে সমীক্ষা করার ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকতে পারে না: ঋতব্রত

তৃণমূলের প্রতিনিধি দলের প্রশ্ন, ‘আই প্যাক ত্রিপুরায় এসেছিল সমীক্ষা করতে, গণতান্ত্রিক দেশে সমীক্ষা করার ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকতে পারে না। আমরা যেমন আরটিপিসিআর রিপোর্ট দেখিয়ে এখানে ঢুকেছি। ওঁরাও তাই করেছেন। তা হলে কোন যুক্তিতে ওঁদের আটক করা হল।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:১১ key status

‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন’

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসেছি। তার কারণ গণতন্ত্রে বিরোধীদের কথা গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় এই বিষয়টি ব্যাহত হচ্ছে : ঋতব্রত

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:০৮ key status

মমতাই পারে ত্রিপুরার সুদিন ফেরাতে: তৃণমূলের প্রতিনিধি দল

মলয় বললেন, ‘‘মমতাই পারে ত্রিপুরার সুদিন আনতে। ত্রিপুরার মানুষ বহু অত্যাচার দেখেছে। এখানে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। পার্টি অফিস ভাঙচুর হয়েছে। মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটাই মুখ ভারতে প্রতিবাদীদের সঙ্গে থেকেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামীদিনে তাঁরই নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের হয়ে কাজ করবে। তাই আমরা ত্রিপুরার মানুষের পাশে দাঁড়াতে এসেছি।’’

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৩:০২ key status

তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখানো যাবে না: মলয়

গোটা দেশেই মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আই প্যাক কর্মীদের বন্দি করে এভাবে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। এর আগে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বাংলায় এসে অনেক কিছুই বলেছেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছু। জানালেন মলয়। বললেন, আশা রাখি, ত্রিপুরাতেও আগামীদিনে তাদের ফিরিয়ে দেব মানুষ। 

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৫৮

দু’টি টিকা নেওয়া ছিল ‘বন্দি’ আই প্যাক কর্মীদের

দু’টি টিকা নেওয়া সত্ত্বেও আই প্যাকের কর্মীদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন। প্রশ্ন করেছেন মলয় ঘটক। 

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৫৩

মমতা মেহনতী মানুষের নেতা

‘মমতাই সবচেয়ে বড় বামপন্থী’ বললেন প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৫১ key status

‘পশ্চিমবঙ্গের বামেদের মতো ভুল করবেন না’: তৃণমূল

পশ্চিমবঙ্গের বামেরা বিধানসভা ভোটে যে ভুল করেছিলেন, সেই ভুল ত্রিপুরার বামপন্থীরা না করলেই ভাল, বললেন ব্রাত্য। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা না করে তাঁদের উচিত ওঁর পাশে দাঁড়ানো।  

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৪৭ key status

আইপ্যাককে সমন কেন? প্রশ্ন তৃণমূলের

আইপ্যাককে সমন পাঠানো হল কেন, আইপ্যাক তো কোনও রাজনৈতিক দল নয়। প্রশ্ন করলেন ব্রাত্য।  

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৪৬ key status

তলব করেছে আগরতলা পুলিশ।

আইপ্যাকের দুই ব্যক্তিকে তলব করেছে আগরতলা পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। 
 

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৩৮ key status

সকালেই আই-প্যাক কর্মীদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে

বুধবার সকালেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ত্রিপুরায় ‘বন্দি’ ২৩ জন আইপ্যাক কর্মীর, দাবি তৃণমূলের। করোনা বিধির শর্তেই আটকে রাখা হয়েছিল তাঁদের।  তবে তারপরও মুক্তি দেওয়া হয়নি। 

timer শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১২:৩৬ key status

স্বৈরতান্ত্রিক উপায়ে আটকে রাখা হয়েছে আই প্যাক কর্মীদের

আগরতলায় সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন তাঁদের। ত্রিপুরায় যে ভাবে স্বৈরতান্ত্রিক উপায়ে আটকে রাখা হয়েছে আই-প্যাক কর্মীদের তার প্রতিকার করতেই এসেছেন তাঁরা।  

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন