Singur Murder Incident

দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন যুবক, গলায় অস্ত্রের কোপ, সিঙ্গুরের ঘটনায় তদন্তে পুলিশ

যুবকের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে নিহতের স্ত্রী বলেন, “এক জনের থেকে টাকা পেত। বাড়ির পাশে একটি জমি কেনার কথা ছিল। যেই খুন করুক, তার শাস্তি চাই।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১১:৩০
সিঙ্গুরে অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুনের অভিযোগ।

সিঙ্গুরে অস্ত্র দিয়ে কুপিয়ে যুবককে খুনের অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন হয়ে গেলেন এক যুবক! বুধবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের মহম্মদপুরে। নিহত যুবকের নাম সোমনাথ মাইতি (৩২)। তাঁর বাড়ি দিয়াড়ার মালিকপাড়ায়। কী কারণে এই খুনের ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের হরিপুর বাজার এলাকায় নিহত যুবকের একটি ফোটো স্টুডিয়ো রয়েছে। বুধবার রাতে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু রাস্তায় তাঁকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার দাগ ছিল। স্থানীয়রাই তাঁকে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ওসি সুদীপ্ত সাধুখাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে দেখে বড়া থেকে দিয়াড়া যাওয়ার রাস্তায় একটি স্কুটার এবং একটি চালের বস্তা পড়ে রয়েছে।

যুবকের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে নিহতের স্ত্রী বলেন, “এক জনের থেকে টাকা পেত। বাড়ির পাশে একটি জমি কেনার কথা ছিল। যেই খুন করুক, তার শাস্তি চাই।’’ কী কারণে খুন, তা খতিয়ে দেখছে পুলিশ। কারও সঙ্গে শত্রুতা ছিল কি না মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। বৃহস্পতিবার দেহের ময়নাতদন্ত হবে। এই ঘটনা প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে পরিকল্পিত খুন। একাধিক লোক যুক্ত থাকতে পারে। তবে খুনের উদ্দেশ্য জানতে আরও কিছুটা সময় লাগবে। মৃত যুবক সুদে টাকা খাটাতেন বলে জানা গিয়েছে।”

Advertisement
আরও পড়ুন