Hooch

জগৎবল্লভপুরে বেআইনি মদের ঠেকে আগুন ধরালেন মহিলারা! নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

স্থানীয় মহিলারা জানিয়েছেন, মদের নেশায় সব খোয়াচ্ছেন গ্রামের পুরুষেরা। নিজেদের রোজগার মদ কিনতেই খরচ করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ১৪:০৫
মদের ঠেক ভাঙছেন মহিলারা।

মদের ঠেক ভাঙছেন মহিলারা। — নিজস্ব চিত্র।

বেআইনি মদের ঠেক ভেঙে আগুন ধরিয়ে দিলেন মহিলারা। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাটের নবাসন এলাকার ঘটনা। অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেক চলছিল দীর্ঘ দিন। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। তাই সোমবার সক্রিয় হলেন মহিলারাই।

Advertisement

স্থানীয় মহিলারা জানিয়েছেন, মদের নেশায় সব খোয়াচ্ছেন গ্রামের পুরুষেরা। নিজেদের রোজগার মদ কিনতেই খরচ করছেন। সে কারণেই সোমবার বাঁশ, লাঠি হাতে চোলাইয়ের ঠেকে চড়াও হন মহিলারা। ভেঙে আগুন ধরিয়ে দেন।

আলপনা মণ্ডল নামে এক মহিলা বলেন, ‘‘বাড়ির পুরুষেরা মদ খেয়ে অশান্তি, মারধর করেন। সংসারে কোনও টাকা দেন না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আমাদের জোগাড় করতে হয়।’’ ওই মহিলার দাবি, সে সব কারণেই বাধ্য হয়ে মদের ঠেক ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ এর পর ব্যবস্থা না নিলে আবার ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি ওই মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। তারা ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে।

সম্প্রতি তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। কল্লাকুরিচি জেলায় হয়েছে এই ঘটনা। ওই জেলার কালেক্টর এমএস প্রশান্ত অবশ্য জানান, ‘‘বিষমদ খেয়ে অসুস্থদের মধ্যে ১৯৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ১৪০ জন বিপন্মুক্ত। তবে কয়েক জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’ রাজ্যের আবগারি মন্ত্রী এস মুথুস্বামীর পদত্যাগের দাবিতে সরব বিজেপি। একই সঙ্গে রাজ্যের শাসক দল ডিএমকে-র বিরুদ্ধেও তোপ দেগেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement